BJP

পুস্পিতা বড়াল, ৩১ মার্চ:  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার পশ্চিমবঙ্গে আসছেন ভোটপ্রচারে। বেশ কয়েক বার গত মাস দেড়েকের মধ্যে তিনি এ রাজ্যে এসে সভা করেছিলেন। তবে মোদী কোচবিহারে প্রথম সভা করতে চলেছেন লোকসভা ভোট ঘোষণার পর। বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার এই সভা হতে পারে সব ঠিকঠাক থাকলে। শুধু কোচবিহার নয়, উত্তরবঙ্গে রবিবারও জোড়া সভা রয়েছে। প্রধানমন্ত্রী সভা করতে পারেন বালুরঘাট এবং জলপাইগুড়িতে।

গারদে স্বামীরা, সমবেদনা জানাতে কেজরিওয়াল-পত্নীর সঙ্গে সাক্ষাৎ করলেন হেমন্তের স্ত্রী

Advertisement of Hill 2 Ocean

প্রধানমন্ত্রী সভা করতে পারেন বালুরঘাট এবং জলপাইগুড়িতে

বাংলায় মোদী আসা-যাওয়া শুরু করেছিলেন ভোট ঘোষণার আগে থেকেই। তবে মোদী ভোট ঘোষণার পর কোচবিহারে প্রথম সভা করতে চলেছেন বৃহস্পতিবার। এর আগে মোদী সভা করেছেন আরামবাগ, কৃষ্ণনগর, বারাসত,শিলিগুড়িতে। জানা গিয়েছে , বিজেপি নেতৃত্ব এ বারের ভোটে পশ্চিমবঙ্গকে বাড়তি গুরুত্ব দিচ্ছে।

এ বারে পশ্চিমবঙ্গে তারা ২০১৯-এর লোকসভা নির্বাচনের থেকে বেশি আসন জিততে চাইছে। বঙ্গ বিজেপি প্রধানমন্ত্রীকে সামনে রেখেই শুরু করেছে প্রচার। সূত্রের খবরে জানা গিয়েছে, এ রাজ্যে গোটা ভোটপর্বে মোদী ৩০-এর বেশি সভা করবেন। মোদী কোচবিহার থেকেই বাংলায় প্রচার অভিযান শুরু করছেন ভোট ঘোষণার পর। কোচবিহারে ভোট রয়েছে প্রথম দফাতেই।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর