Bjp bangla bandh and tmcp foundation day in bengal

ব্যুরো নিউজ,২৮ আগস্ট: নবান্ন অভিযান শেষ হতে না হতেই ১২ ঘন্টা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন নবান্ন অভিযানে পুলিশি সক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বুধবার ২৮শে আগস্ট সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ১২ ঘন্টার বাংলা বন্ধ পালন করবে বিজেপি। এবার বুধ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে বন্ধ সমর্থকদের কর্মসূচি।

হার্টবিট, পালস রেটে বদল..ধৃত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টে চমকে দেওয়া তথ্য

বন্ধ কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো সংঘর্ষ

বুধবার একেবারে সকাল-সকাল ভবানীপুরে রাস্তায় বসে পড়লেন বিজেপি বিধায়ক এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। ভবানীপুরের যদু বাবুর বাজার এলাকায় বন্ধ পালন করতে নেমে পড়েন তিনি। যখন দোকান বন্ধ রাখার জন্য অনুরোধ করছিলেন সেই সময় পুলিশ অফিসাররা এসে বিজেপি কর্মীদের সরানোর চেষ্টা করেন তখনই প্রতিবাদ জানিয়ে অগ্নিমিত্রা পল রাস্তায় বসে পড়েন। পাশাপাশি মালদাতে বিজেপি তৃণমূল বন্ধ কর্মসূচিকে কেন্দ্র করে রীতিমতো সংঘর্ষ শুরু হয়ে যায়। জানা গিয়েছে পুরাতন মালদার বুলবুলি মোড় এলাকায় জাতীয় সড়ক অবরোধের চেষ্টা করেছিল বিজেপি। সেই সময় তৃণমূল সেই কর্মসূচির বিরোধিতায় পাল্টা মিছিল করছিল আর তৃণমূল বিজেপির সমর্থকরা মুখোমুখি হলেই সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ওদিকে উত্তরবঙ্গ বিজেপির তরফেও বন্ধ সফল করতে একেবারে রাস্তায় নেমে পড়েছেন কর্মী সমর্থকরা, কোচবিহার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কেন্দ্রীয় বাস টার্মিনাসের সামনে বিজেপির দুই বিধায়ক মালতি রাভা রায় এবং নিখিল রঞ্জন দে বাস আটকে দেন বন্ধের সমর্থনে সেখানে স্লোগান দিতে থাকেন তারা।পুলিশ তখন গিয়ে তাদের আটক করে।

বেনজির ছবি কলকাতার রাজপথে!১২ ঘন্টা বাংলা বনধের ডাক দিলো বিজেপি

উত্তর ২৪ পরগনার বনগায় রেল লাইনে বিজেপির পতাকা নিয়ে কর্মী সমর্থকরা নেমে পড়েন। সেখানে বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া রেল অবরোধে অংশগ্রহণ করেন। শিয়ালদা বনগাঁ শাখার লোকাল ট্রেন চলাচলে এর প্রভাব পড়েছে স্টেশনে স্টেশনে অফিস-যাত্রীদের ভিড় বেড়ে চলেছে। শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষীকান্তপুর লাইনেও বিজেপির বাংলা বন্ধ সফল করতে কর্মী সমর্থকরা রাস্তায় নেমে পড়েন। রেল লাইনের ওভারহেডারে কলাপাতা দিয়ে ট্রেন চলাচল বন্ধ করতে দেখা যায় তাদের। এদিকে বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান রয়েছে। কলকাতার ধর্মতলায় মেয় রোড সংলগ্ন এলাকায় প্রতিবছরের মতো এবারও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করতে চলেছে তৃণমূলের ছাত্র সংগঠন।তার আগে সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে যাকে আমরা কয়েকদিন আগে আরজিকর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত।

তবে আরজি কর হাসপাতাল এর পড়ুয়া চিকিৎসকরা আলাদাভাবে রাস্তায় নেমে আজ আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল করতে চলেছেন। তারা গতকালের যেমন ছাত্র সমাজের নবান্ন অভিযানে ও সমর্থন দেননি তেমনি পাশাপাশি আজ বাংলা বন্ধেও সরাসরি কোন সমর্থন নেই বলেই জানিয়ে দিয়েছিলেন এবার চিকিৎসকরা পথে নেমে প্রতিবাদ মিছিল করবেন বলেই জানা গিয়েছে

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর