বিল গেটসের 'ল্যাবরেটরি' মন্তব্যে বিতর্ক

ব্যুরো নিউজ,৪ ডিসেম্বর:ভারতকে “ল্যাবরেটরি” বলে উল্লেখ করে বিতর্কের মুখে পড়লেন বিশ্বের অন্যতম ধনকুবের বিল গেটস।সম্প্রতি একটি পডকাস্টে গেটস এই মন্তব্যটি করেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে। গেটসের এই মন্তব্যকে কেন্দ্র করে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন ‘ভারতীয়রা কি গিনিপিগ?’ কিছু নেটিজেন মন্তব্য করেছেন ‘ভারত হল ল্যাবরেটরি, আর বিল গেটসের কাছে আমরা গিনিপিগ।’

মালদায় বাংলাদেশি নাগরিকদের হোটেল ভাড়া না দেওয়ার সিদ্ধান্ত

কোনো মন্তব্য নয়


গেটস তার পডকাস্টে বলেন ‘ভারত এমন একটি দেশ যেখানে অনেক চ্যালেঞ্জ রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টির মতো অনেক ক্ষেত্রে উন্নতি হচ্ছে। তবে ভারত যথেষ্ট স্থিতিশীল এবং পর্যাপ্ত রাজস্ব পাচ্ছে। এর কারণে আগামী ২০ বছরে দেশটির মানুষের জীবনযাত্রা নাটকীয়ভাবে বদলাবে।আর এটা একরকম পরীক্ষা করার ‘ল্যাবরেটরি’ হয়ে উঠেছে।’ তিনি আরও বলেন ‘আপনি যখন ভারতে পরীক্ষা-নিরীক্ষা করেন, তখন সেটি অন্য দেশগুলিতে কার্যকর করা সহজ হয়।’

আলু ধর্মঘট প্রত্যাহার, বাজারে আলুর দাম কমবে কি?

এই মন্তব্যের পরেই ভারতের নেটিজেনরা গেটসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।এক আইনজীবী, প্রশান্ত ভূষণ বলেন ‘বিল গেটস বলছেন যে, তিনি ভারতে নতুন ওষুধের পরীক্ষা করেন। আর আমাদের সরকার এই ভয়ানক মানুষকে এবং তার ফাউন্ডেশনকে অনুমতি দেয়। এটা অত্যন্ত লজ্জাজনক। যদিও বিল গেটস বা ভারত সরকার এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর