বিগ বস ১৮-এ বিজয়ী করণ বীর মেহরা

ব্যুরো নিউজ,২০ জানুয়ারি :টিভির অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস ১৮ এ চূড়ান্ত বিজয়ী হলেন করণ বীর মেহরা। ১০৪ দিন ধরে চলা শোয়ের নানা নাটকীয়তা, টাস্ক, মারামারি ও উত্তেজনার পর সবার মধ্যে সেরা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। গ্র্যান্ড ফিনালে শেষে করণ বীর মেহরা তাঁর সঙ্গী ভিভিয়ান ডিসেনাকে পিছনে ফেলে বিজয়ী হন।এদিনের ফিনালেতে সঞ্চালক সলমন খান, যিনি তাঁর সিগনেচার স্টাইলে মঞ্চে উপস্থিত ছিলেন, উপস্থিত সবার মধ্যে উত্তেজনা ছড়িয়ে দেন। সলমন খান করণ বীর মেহরার নাম ঘোষণা করার পর সবার সামনে করণ বীরকে বিজয়ী হিসেবে তুলে ধরেন।

নীরজ চোপড়ার চুপিচুপি বিয়ে, অবশেষে প্রকাশ্যে এল তার নতুন জীবন শুরু করার ছবি

নগদ পুরস্কার কত?


এই ঘোষণার পর করণ বীরের হাতে ওঠে ৫০ লক্ষ টাকার নগদ পুরস্কার এবং একটি সোনালী ট্রফি।তার পাশাপাশি তিনি বিগ বস ১৮ এর জয়ী হিসেবে মুনওয়ার ফারুকি, এমসি স্ট্যান এবং তেজস্বী প্রকাশের মতো বিখ্যাত নামের তালিকায় জায়গা পেলেন।বিগ বস ১৮ এর বিজয়ী ঠিক করা হয়েছিল দর্শকদের ভোটের মাধ্যমে। বিজয়ীর নাম ঘোষণার আগে, সলমন খান আবেগঘন বার্তা দিয়ে সেরা ৬ ফাইনালিস্টের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপর শুরু হয় এলিমিনেশন পর্ব, যেখানে একে একে বাদ পড়েন ঈশা সিং, চুম দারাং এবং রজত দালাল। অবিনাশ মিশ্র গ্র্যান্ড পুরস্কারের জন্য তৃতীয় স্থানে ছিলেন।

যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিংয়ের আবার বিতর্কিত মন্তব্যঃ স্ত্রীরা ক্রিকেট সম্পর্কে খুব বেশি জানেন না, তবে কেন সন্তান ও স্ত্রীকে সঙ্গে নিয়ে যাবেন?  

গ্র্যান্ড ফিনালের দিন বিশেষ আকর্ষণ ছিল তারকা অতিথিদের উপস্থিতি। বিগ বসের মঞ্চে তাদের নতুন ছবি লাভিয়াপ্পার প্রচারে উপস্থিত ছিলেন জুনেদ খান এবং খুশি কাপুর। এছাড়া, এই অনুষ্ঠানে প্রথমবারের মতো দেখা মেলে বলিউড সুপারস্টার আমির খানকে। তারকা অতিথিরা শোতে এক্সক্লুসিভ পারফর্মেন্সে অংশ নেন, যা শোকে আরও আকর্ষণীয় করে তোলে।এদিনের বিগ বস ১৮-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি কালার্স টিভি এবং জিও সিনেমা চ্যানেলে একসাথে সম্প্রচারিত হয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর