travel

ব্যুরো নিউজ,৯ এপ্রিল: বাংলা নতুন বছর উপলক্ষে অনেকেই পরিবারসহ বা বন্ধুদের সঙ্গে কয়েকটি দিন ছুটি কাটানোর পরিকল্পনা করছেন। বছরের এই সময়টা চড়ক, শনিবার ও রবিবার মিলিয়ে ছুটির জন্য আদর্শ সময়, যখন কেউ একদিকে পয়লা বৈশাখের আনন্দে মেতে ওঠেন, অন্যদিকে একটু ঠান্ডা বাতাসের জন্য পাহাড়ি জায়গায় ছুটি কাটাতে চান। বিশেষত, চৈত্র মাসের গরম এবং বৈশাখের তীব্র তাপদাহের মধ্যে একটি ঠান্ডা জায়গায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন অনেকেই।

কেরালার বিষু: নতুন বছরের শুভ সূচনা এবং ঐতিহ্যের মেলবন্ধন

পাহাড়ি ছুটি: দার্জিলিং, মানালি, মুসৌরি ও অন্যান্য

গরমের মধ্যে পাহাড়ে গিয়ে একটু ঠান্ডা হাওয়ার স্বাদ পাওয়ার জন্য দার্জিলিং, মুসৌরি, মানালি, কুন্নুর, ত্রিবান্দম ও পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য—এই সব জায়গা জনপ্রিয় ডেস্টিনেশন হয়ে উঠেছে।

দার্জিলিং: বাঙালির প্রিয় শৈলশহর দার্জিলিং, যেখানকার মনোরম আবহাওয়া এই সময়ে আরও বেশি জনপ্রিয়। ৭৮ কিলোমিটার লম্বা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, টাইগার হিল, চা বাগান, ম্যাল, চিড়িয়াখানা, মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, এই সব দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য দার্জিলিং আদর্শ স্থান। বিশেষত টয়ট্রেনে চেপে সেখানকার সুন্দর পাহাড়ি দৃশ্য উপভোগ করা যাত্রার অন্যতম আকর্ষণ। দার্জিলিং পৌঁছানোর জন্য নিউ জলপাইগুড়ি রেল স্টেশন বা বাগডোগরা এয়ারপোর্ট থেকে গাড়ি বা বাসে পৌঁছানো সম্ভব।

বৈশাখী উৎসবে সেরা এবং ইউনিক লুক পেতে জানুন এই স্টাইলিং টিপস!

মানালি: হিমাচল প্রদেশের শৈলশহর মানালি ‘ভ্যালি অফ গড’ কুলুর নিকটেই অবস্থিত। এখানে রয়েছে তিব্বতি মনেস্ট্র, গুম্পা, হিড়িম্বা দেবীর মন্দির, বশিষ্ঠ মন্দির—সহ একাধিক দর্শনীয় স্থান। রক ক্লাইম্বিংসহ নানা অ্যাডভেঞ্চার স্পোর্টসের সুযোগও আছে। মানালি যাওয়ার জন্য দিল্লি ও চণ্ডিগড় বিমানবন্দর থেকে সরাসরি বিমান অথবা ট্রেনে পৌঁছানো যায়।

মুসৌরি: উত্তরাখণ্ডের এই শৈলশহরটি দেরাদুন থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে প্রকৃতির সৌন্দর্য, রংবাহারি ফুল ও সজীব গাছগাছালি আপনাকে এক অন্য অনুভূতি দেবে। মুসৌরির প্রধান আকর্ষণ হল কেম্পটি ফলস, মুসৌরি লেক ও রোডোডেন্ড্রনের শোভা। দেরাদুন রেলওয়ে স্টেশন বা বিমানবন্দর থেকে মুসৌরি পৌঁছানো খুব সহজ।

কুন্নুর: নীলগিরি পর্বতের বুকে অবস্থিত কুন্নুরে গরমের মাঝেও মনোরম আবহাওয়া পাওয়া যায়। বিশেষত টয়ট্রেনের মাধ্যমে এখানে যাত্রা করা এক অভূতপূর্ব অভিজ্ঞতা। এছাড়া কুন্নুরে নানা জলপ্রপাত, লেক ও গার্ডেন রয়েছে। কোয়েম্বাটুর বিমানবন্দর বা রেল স্টেশন থেকে সহজেই পৌঁছানো যায় কুন্নুর।

সকল বাইক প্রেমীদের জন্য বিরাট সুখবর! Moto Morini X Cape 650 মোটর বাইক পাবেন এখন অবাক করা সাশ্রয়ী মূল্যে, চলছে বুকিং

পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য: কেরলের পেরিয়ার অভয়ারণ্য প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ স্থান। এখানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী দেখতে পাওয়া যায়। পেরিয়ার অভয়ারণ্য ঘুরে দেখতে চাইলে মাদুরাই বা কোচি বিমানবন্দর থেকে যাওয়া সম্ভব।ইসব জায়গায় গিয়ে আপনি পয়লা বৈশাখের আনন্দ এবং প্রকৃতির সঙ্গে সময় কাটানোর এক অনন্য অভিজ্ঞতা লাভ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর