ব্যুরো নিউজ,৫ নভেম্বর:রাজ্য বিজেপি এবার কেন্দ্রীয় আবাস যোজনায় বড় ধরনের দুর্নীতির অভিযোগ তুলল।তাদের দাবি, ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে রাজ্য সরকার আবাস যোজনার আওতায় লক্ষাধিক অযোগ্য ব্যক্তিকে ঘর দিয়েছেন।বিজেপির মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, এই দুর্নীতি তদন্তের জন্য ইডি-কে কাজে লাগানোর দাবি তোলা হবে এবং সে জন্য প্রধানমন্ত্রীকে একটি চিঠিও পাঠানো হবে।জগন্নাথ চট্টোপাধ্যায়ের অভিযোগ, ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৪৫ লক্ষ ৭০ হাজার বাড়ির বরাদ্দ করা হয়েছিল।এর মধ্যে রাজ্য সরকার ৩৪ লক্ষ ১৯ হাজার বাড়ি নির্মাণ করেছে।
সন্দীপ ঘোষের জামিনের আবেদনে বিস্ফোরক অভিযোগঃ সঞ্জয় রায়ের চিৎকারের পেছনে কী রহস্য?
দুর্নীতির তদন্ত করা অত্যন্ত জরুরি
কিন্তু সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, রাজ্যে প্রায় ২২.৭৬ শতাংশ আবেদন বাতিল হয়েছে, যার মানে ৭ লক্ষ ৭৮ হাজার প্রাপক অযোগ্য ছিলেন।তিনি আরও দাবি করেন, আবাস যোজনার এই দুর্নীতির ফলে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রায় ৯ হাজার ৪০০ কোটি টাকা খরচ হয়েছে অবৈধভাবে। এর মধ্যে কেন্দ্রের পক্ষ থেকে অপব্যয় হয়েছে ৫.৫ হাজার কোটি টাকা। এইসব অভিযোগ নিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, রাজ্য বিজেপি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করবে যাতে এই দুর্নীতির ব্যাপারে ইডি তদন্ত করা হয় এবং দোষীদের শাস্তি দেওয়া হয়।
শুভেন্দু অধিকারীঃ সিবিআই ও মোদী না থাকলে সন্দীপ ঘোষদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হতো না
তিনি জানিয়েছেন, ২০১৫ থেকে ২০২২ সালের মধ্যে সমীক্ষা করা হয়েছিল ১৮ লক্ষ ৩৬ হাজার আবাসনের, যার মধ্যে ৪ লক্ষ ১৮ হাজার আবেদন বাতিল করা হয়েছে। যদি আরও বাড়ির সমীক্ষা করা হতো, তবে ১০ লক্ষ ২৪ হাজার আবেদন বাতিল হত, ফলে প্রায় ১২ হাজার ৩০০ কোটি টাকা অব্যবহৃতভাবে খরচ হয়ে যেত।রাজ্য বিজেপির দাবি, এই দুর্নীতির তদন্ত করা অত্যন্ত জরুরি, যাতে সঠিক ব্যবস্থা নেওয়া যায় এবং জনগণের টাকা অপব্যয় হতে না পারে।