purono bari

পুরনো বাড়ির অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বৈদ্যবাটিতে! আহত দু’জন

একটি পুরোনো বাড়ি ভাঙার কাজ চলছিল বৈদ্যবাটি চৌমাথায় জিটি রোডের ওপর।

ব্যুরো নিউজ, ১৯ মার্চ, পুস্পিতা বড়াল: এবার দুর্ঘটনার শিকার হুগলির বৈদ্যবাটি। গার্ডেনরিচের পর ফের ঘটলো দুর্ঘটনা। একটি পুরনো বাড়ি ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। দুই শ্রমিক যুক্ত রয়েছে আহত বাড়ি ভাঙার কাজে। গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার আতঙ্কের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে বৈদ্যবাটির ঘটনায়।

বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের

ফের বিপাকে রামদেব, পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় সুপ্রিম কোর্টের তলব যোগগুরুকে

একটি পুরোনো বাড়ি ভাঙার কাজ চলছিল বৈদ্যবাটি চৌমাথায় জিটি রোডের ওপর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই একটি পুরোনো বাড়ি ভাঙার কাজ চলছিল বৈদ্যবাটি চৌমাথায় জিটি রোডের ওপর। সেই বাড়ি ভাঙার কাজ চলাকালীনই মঙ্গলবার দুপুরে জিটি রোডের ওপর বাড়িটির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আহত হয়েছেন কর্মরত দুই শ্রমিক। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য।

এই প্রসঙ্গে স্থানীয়রা জানিয়েছেন, বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে একটুর জন্য। শ্রীরামপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে। আটক করা হয়েছে ঠিকাদার-সহ তিন জনকে। আদৌ বাড়িটি অনুমতি নিয়ে ভাঙ্গা হচ্ছিল কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর