
পুরনো বাড়ির অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বৈদ্যবাটিতে! আহত দু’জন
পুরনো বাড়ির অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বৈদ্যবাটিতে! আহত দু’জন একটি পুরোনো বাড়ি ভাঙার কাজ চলছিল বৈদ্যবাটি চৌমাথায় জিটি রোডের ওপর। ব্যুরো নিউজ, ১৯ মার্চ, পুস্পিতা বড়াল: এবার দুর্ঘটনার শিকার হুগলির বৈদ্যবাটি। গার্ডেনরিচের পর ফের ঘটলো দুর্ঘটনা। একটি পুরনো বাড়ি ভেঙে পড়ল হুড়মুড়িয়ে। দুই শ্রমিক যুক্ত রয়েছে আহত বাড়ি ভাঙার কাজে। গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার আতঙ্কের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে বৈদ্যবাটির ঘটনায়।