pat /

ফের বিপাকে রামদেব, পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় সুপ্রিম কোর্টের তলব যোগগুরুকে

পতঞ্জলি বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছে একাধিকবার

ব্যুরো নিউজ, ১৯ মার্চ, পুস্পিতা বড়াল: সুপ্রিম কোর্ট এবার বিভ্রান্তিকর বিজ্ঞাপন মামলায় তলব করল রামদেবকে। যোগগুরুর সংস্থা পতঞ্জলির বিরুদ্ধে এই মামলায় শীর্ষ আদালতের নির্দেশ অগ্রাহ্য করার অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ রামদেবের সংস্থা কেন বারবার লঙ্ঘন করছে, তাঁকে সুপ্রিম কোর্টে তলব করা হয়েছে সেই জবাব চেয়েই।

বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের

 জোরা মামলায় তলব কেজরিকে

পতঞ্জলি বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছে একাধিকবার

পতঞ্জলি বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছে একাধিকবার। শীর্ষ আদালত গত নভেম্বর মাসে জানিয়েছিল, ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা ভুগতে হবে ভুয়ো তথ্য দিয়ে বিজ্ঞাপন তৈরি করলে। শুধুমাত্র রামদেবই নয়, পতঞ্জলির বিজ্ঞাপন ঘিরে কেন্দ্রও পড়েছে সুপ্রিম কোর্টের তোপে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, ”সরকার চোখ বন্ধ করে বসে আছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে।”

সুপ্রিম কোর্ট পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে ইতিমধ্যেই নোটিস দিয়েছিল সংস্থাটিকে। আসলে কতখানি কার্যকর পতঞ্জলির তৈরি ওষুধ, সেই নিয়ে আদালতে বিস্তারিত বিবরণ পেশ করা নিয়ে নোটিস দেওয়া হয়েছিল আগেরবার। তার পরে সুপ্রিম কোর্টের তোপ, এবার যোগগুরু রামদেবের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হতে পারে। পতঞ্জলি সেই নোটিসের কোনও জবাব দেয়নি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর