বারাসতের কালীপুজো

ব্যুরো নিউজ ২৯ অক্টোবর : প্রতিবছরের মত বারাসতের কালীপুজোতে এবছরও থিমের ছড়াছড়ি। যেন মিনি হলিউডের আস্ত সেট! শতদল পুজো কমিটি টাকি রোডে সাজিয়েছে বলিউড প্রযোজিত সিনেমা ‘জুমানজি’-র আদলে মণ্ডপ। ৫৬ বছরে পা দেওয়া এই পুজো কমিটি তাদের মণ্ডপে ঝর্ণা ও পাহাড়ের আদলে ভাস্কর্য তৈরি করেছে, যা দর্শনার্থীদের মন জয় করবে। মূল প্রবেশপথে পাহাড়ের মত ভাস্কর্যের মধ্য দিয়ে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। আর ভিতরে প্রতিমার পিছনে রয়েছে আরও একটি ঝর্ণা।

জঙ্গি হামলার মুখে জম্মু-কাশ্মীর: সংঘর্ষ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন উদ্বেগ

মুগ্ধ করা আলোকসজ্জা ও নজরকাড়া প্রতিমা

শুধু ‘জুমানজি’-ই নয়। বারাসতের কালীপুজোয় থাকছে আরও অন্যান্য থিম। তরুছায়া ক্লাবের ‘আলোর দিশারী’ থিমটি তুলে ধরেছে সামাজিক অবক্ষয় ও মানবিকতার কথা। অন্ধকার থেকে আলোর পথে যাত্রা ও মানবিকতার গুরুত্ব ফুটিয়ে তুলতে মণ্ডপের ভেতরে ও বাইরে সাজানো হয়েছে। ক্লাবের কর্মকর্তা রূপায়ণ ভট্টাচার্যের মতে, “এই থিমটি মানুষকে প্রেরণা যোগাবে।”পাইওনিয়ার অ্যাথলেটিক ক্লাবের ৫২ তম বর্ষের থিম ‘লক্ষ্য’। জীবনমুখী সংগ্রামের প্রতীক হিসেবে ‘সাপলুডো’-র আদলে মণ্ডপ সাজানো হয়েছে, যেখানে সাপের মুখে পতন ও মই বেয়ে উত্থানকে জীবনের ওঠাপড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। চন্দননগরের আলোকসজ্জা ও নজরকাড়া প্রতিমা দর্শনার্থীদের মুগ্ধ করবে।

১৪ নাকি ১৫ কত তারিখে পয়লা বৈশাখ? কোনদিন ছুটি পাবেন সরকারি কর্মীরা?

বারাসতের ন’পাড়া পুরোনো কাঠগোলার শক্তি মন্দির তাদের ৬৬ তম বর্ষে ‘বিশ্বশান্তির বার্তা’ থিম নিয়ে আসছে। তুলো ও স্পঞ্জ দিয়ে তৈরি একটি বিশাল সাদা পায়রা ও দুটি পরীর স্থাপনা মণ্ডপের সামনে থাকবে। মা কালীর একপাশে রাম-সীতার মূর্তি, অন্য পাশে শিব-পার্বতীর বিয়ে মণ্ডপের আকর্ষণ বাড়াবে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর