ব্যুরো নিউজ, ১৪ ডিসেম্বর:বাংলাদেশে সাম্প্রতিক সময়ে হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা এবং ইসকনের সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ইসকনের জন্য অত্যন্ত সংকটময়। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন এখনও বন্ধ হয়নি এবং সরকারের পর্যাপ্ত পদক্ষেপের অভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
জেল থেকে মুক্তি পেলেন অভিজিৎ মণ্ডলঃ পরবর্তী আন্দোলন কোন পথে?
বড় চ্যালেঞ্জ
রাধারমন দাস উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশে ইসকনের সম্পত্তির ওপর বারবার আক্রমণ চালানো হয়েছে অথচ কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দেশের পরিস্থিতির কারণে আমাদের পিঠ ঠেকে গিয়েছে দেওয়ালে। তিনি বাংলাদেশের এক বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। ওই নেতা ভারতের বিরুদ্ধে সংঘাতের আহ্বান জানিয়ে বলেন, “বাংলা, বিহার, ওড়িশা দখল করো।” রাধারমন দাস এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেন এবং বলেন এমন বক্তব্য মৌলবাদীদের শক্তিশালী করে এবং পরিস্থিতি আরও খারাপ করে তুলবে।সদ্য জানা গিয়েছে, বাংলাদেশের সরিষাবাড়ি এলাকায় এক কালীমন্দিরে হামলা চালিয়ে সাতটি মূর্তি ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় হিন্দু সম্প্রদায় আতঙ্কিত হয়ে পড়েছে।
রোহিঙ্গা সংকটে নতুন মোড়ঃ আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের পথে কি বাংলাদেশ?
রাধারমন দাস বলেন আমরা আশা করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব পালন করবে। প্রতিটি নাগরিকের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।তিনি আরও জানান, ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি এবং সঠিক বিচার পাওয়ার জন্য তারা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সংখ্যালঘুদের সুরক্ষায় দৃঢ় পদক্ষেপ নেওয়ার দাবিও জানান।বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের এই পরিস্থিতি শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের নয় বরং দেশের সামগ্রিক শৃঙ্খলা এবং সংহতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।