বাংলাদেশি হাইকমিশনারদের দেশে ফেরানো নিয়ে বিক্ষোভ 

ব্যুরো নিউজ,৬ ডিসেম্বর:অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বাংলাদেশ সরকার তাদের আগরতলা ও কলকাতার হাইকমিশনের দুই প্রধানকে ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রথম আলোর প্রতিবেদন অনুসারে কলকাতার ভারপ্রাপ্ত উপহাইকমিশনার শিকদার মহম্মদ আশরাফুর রহমান ইতোমধ্যে দেশে ফিরেছেন। একই সঙ্গে ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মহম্মদকেও ঢাকায় ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরব সাগরে ভারত-পাকিস্তান উভয়ের সহযোগিতায় রক্ষা পেল ১২ জন নাবিক 

নানা কৌশল অবলম্বন


খবরে জানা গেছে আগরতলা ও কলকাতার হাইকমিশনের সামনে বিক্ষোভের ঘটনাগুলো এই সিদ্ধান্তের কারণ হতে পারে। কলকাতায় ফিরে শিকদার মহম্মদ আশরাফুর রহমান ঢাকার উপদেষ্টাদের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।বাংলাদেশি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে আগরতলায় হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে হাইকমিশনের অফিসে হামলার ঘটনা ঘটে। যদিও এই দাবি নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। বিশ্লেষকদের মতে বাংলাদেশ নিজেদের দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হওয়া নির্যাতন ঢাকতে এবং আন্তর্জাতিক অস্বস্তি এড়াতে নানা কৌশল অবলম্বন করছে।

চেন্নাইয়ের জলে বিষ! দূষিত জল পান করে মৃত ৩, অসুস্থ ২৩

ভারতের বিভিন্ন স্থানে হিন্দু নির্যাতনের প্রতিবাদে সাধারণ মানুষের বিক্ষোভ বাংলাদেশ সরকারের জন্য নতুন চাপ সৃষ্টি করেছে। এই ঘটনার জেরে দুই দেশের সম্পর্কের উপরও প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।বাংলাদেশের হাইকমিশন ও বিক্ষোভের এই ঘটনা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর