আরব সাগরে ভারত-পাকিস্তান উভয়ের সহযোগিতায় রক্ষা পেল ১২ জন নাবিক 

ব্যুরো নিউজ,৬ ডিসেম্বর:উত্তর আরব সাগরে একটি যান্ত্রিক পালতোলা জাহাজ আল পিরানপীর ডুবে যাওয়ার ঘটনায় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী (আইসিজি) এবং পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (পিএমএসএ) একসঙ্গে কাজ করে ১২ নাবিককে উদ্ধার করেছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বুধবার এই মানবিক উদ্ধার অভিযানটি দুই দেশের মধ্যে সমুদ্রসীমায় সুষ্ঠু সমন্বয়ের দৃষ্টান্ত স্থাপন করেছে।

চেন্নাইয়ের জলে বিষ! দূষিত জল পান করে মৃত ৩, অসুস্থ ২৩

মানবিক উদ্ধার অভিযান


মুম্বাইয়ের উপকূলরক্ষী সদর দপ্তর বিপদ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই গান্ধীনগর আঞ্চলিক সদর দপ্তরকে সতর্ক করে। আইসিজি জাহাজ সার্থক দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পাকিস্তানের এমআরসিসি-র সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান শুরু করে। দ্বারকা থেকে প্রায় ২৭০ কিলোমিটার পশ্চিমে তল্লাশি চালিয়ে একটি ডিঙি থেকে নাবিকদের উদ্ধার করা হয়।পিএমএসএ-র একটি বিমান এবং বাণিজ্যিক জাহাজ এমভি কসকো গ্লোরিও উদ্ধার অভিযানে অংশ নেয়। আইসিজি-র তৎপরতায় নাবিকদের দ্রুত উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের গুজরাটের পোরবন্দর বন্দরে নিয়ে আসা হয়।

বাংলাদেশ কাণ্ডে ভারতের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলনা করে মুখ্যমন্ত্রী যোগীর মন্তব্যে বিতর্ক

এই অভিযানের মধ্যেই আরেকটি উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটে।পাকিস্তানের জাহাজ নুসরাত সাত ভারতীয় জেলেকে আটক করে গভীর সমুদ্রে নিয়ে যায়। আইসিজি জাহাজ আগ্রিম দ্রুত পদক্ষেপ নিয়ে দুই ঘণ্টার দুঃসাহসিক অভিযানের পর কঠোর আলোচনার মাধ্যমে জেলেদের মুক্ত করে।এই দুটি ঘটনার মাধ্যমে ভারত ও পাকিস্তানের সমুদ্রসীমায় উদ্ধার অভিযান ও সামুদ্রিক নিরাপত্তায় সহযোগিতার দিকটি যেমন সামনে এসেছে তেমনই সীমান্তে উত্তেজনাও ফুটে উঠেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর