ব্যুরো নিউজ, ২৬ এপ্রিল: দ্বিতীয় দফা নির্বাচনে সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল বালুরঘাট। মহিলা বিজেপি কর্মীকে চড় মারার অভিযোগ উঠল তৃণমূল মহিলা কর্মীর বিরুদ্ধে। যাকে কেন্দ্র করে দফাই দফাই উত্তেজনা ছড়ায় বালুরঘাট শহরে। বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের ঘটনা। বিজেপি কর্মী রাখি শীল ভোট দিতে এলে তাকে চড় মারেন তৃণমূলের ওয়ার্ড সভাপতির স্ত্রী রুবিতা মহন্ত। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মহিলা তৃণমূল কর্মী।
আদালত অবমাননার দায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে !হাইকোর্টে গৃহীত অভিযোগ
বালুরঘাটে মহিলা বিজেপি কর্মীকে চড় মারার অভিযোগ,পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ সুকান্ত মজুমদারের
এর পাশাপাশি তপনেও উত্তেজনা ছড়ায়। সেখানে বিজেপি এজেন্ট কে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি মহিলা কর্মীকে লক্ষ্য করে কটুক্তি করা হয় বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে গেলে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা বাধে সুকান্ত মজুমদারের। এই ঘটনার পর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন সুকান্ত মজুমদার। তাঁর অভিযোগ, গঙ্গারামপুর, ইটাহারে বিজেপির সমর্থকদের ভোটদানে বাধা দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। ভূতের সামনে এসে তৃণমূলের বুথ দখলকারীরা জয় বাংলা স্লোগান দেয় বলে অভিযোগ সুকান্তর। পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে বলে অভিযোগ তার। এই ঘটনায় নির্বাচন কমিশনে অভিযোগ জানান সুকান্ত মজুমদার। জেলা নির্বাচনী আধিকারিক এর কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।