bajaj chetak launch

ব্যুরো নিউজ, ২১ এপ্রিল: বাজাজ অটো তার সবচেয়ে সাশ্রয়ী মূল্যের চেতক ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই নতুন ইভি লঞ্চ হতে পারে মে মাসের মধ্যে। কোম্পানিটি ক্রেতাদের একটি বড় অংশকে লক্ষ্য করে এই সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক স্কুটার তৈরি করার উদ্যোগ নিয়েছে। এই ইভি মডেলটির প্রারম্ভিক মূল্য প্রায় 1 লাখ টাকা (এক্স শোরুম) হতে পারে।

শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে চোখ আটকে যাওয়া Honda Stylo 160 স্কুটার! কবে লঞ্চ হবে ভারতে?

সাশ্রয়ী মূল্যের Bajaj Chetak মডেলটির ফিচারস কেমন হবে?

এই নতুন চেতক মডেলে খরচ নিয়ন্ত্রণে রাখার জন্য বেশিরভাগ ক্ষেত্রে একটি হাব মোটর থাকবে। এছাড়াও, ব্যাটারির ক্ষমতাও কম হবে। আসলে, কয়েক মাস আগে, এই মডেলের একটি প্রোটোটাইপ পরীক্ষা করা হয়েছিল। ডিজাইনের দিক থেকে এই ইলেকট্রিক স্কুটারটি চেতকের বাকি লাইন-আপের মতোই দেখতে হবে। কিন্তু প্রকৃতপক্ষে, খরচ কমিয়ে আনতে বাজাজের ক্ষেত্রে অনেক ফিচার সরিয়ে ফেলার সম্ভাবনা বেশি।

নজরকাড়া Aprilia RSV4 Factory মোটর সাইকেল, ইঞ্জিন পাওয়ারও অসাধারণ! কত দামে পাবেন?

সাশ্রয়ী মূল্যের Bajaj Chetak মডেলটির প্রতিদ্বন্দ্বী কারা?

কিছু দিন আগে Ola S1X-এর দাম কমিয়ে 70,000 টাকা করা হয়েছিল, যেটি একটি অত্যন্ত আকর্ষণীয় বিক্রয় লাভ করেছে। এমনকি Ather তার পারিবারিক স্কুটার – রিজতা চালু করেছে, যার প্রারম্ভিক মূল্য 1.12 লক্ষ টাকা। এই নতুন মডেগুলির সাথে, বাজাজ এন্ট্রি-লেভেল ই-স্কুটারটিরও প্রতিযোগীতা চলবে। বর্তমানে, চেতক দেশের তৃতীয় সর্বোচ্চ বিক্রিত ইভি। অপরদিকে, TVS iQube দ্বিতীয়-সর্বোচ্চ বিক্রি হওয়া ই-স্কুটার। এই নতুন ভেরিয়েন্টের সাথে, TVS iQube-এর সাথেও রেষারেষি প্রতিযোগীতা চলবে বলে মনে করা হচ্ছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর