ব্যুরো নিউজ,১৯ সেপ্টেম্বর :গত কয়েক মাসে বচ্চন পরিবারের নাম বিভিন্ন কারণে আলোচনায় এসেছে, বিশেষ করে ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ নিয়ে তৈরি হওয়া জল্পনা। যদিও এই তারকা দম্পতি বিচ্ছেদ সম্পর্কে কোনও মন্তব্য করেননি, শোনা যাচ্ছে সম্পত্তি ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে, যা নাকি বিচ্ছেদের দিকে মোড় নিয়েছে। তবে, এই সব খবরের সত্যতা এখনও নিশ্চিত হয়নি।
সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পরবর্তী শুনানি: নতুন নির্দেশনা ও অগ্রগতির প্রত্যাশা
সিদ্ধান্ত নায়িকার
এদিকে, অমিতাভ বচ্চনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তিনি ঐশ্বর্যের প্রসঙ্গ তুলছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, বিগবি হাতজোড় করে ঐশ্বর্যকে চুল কাটতে বারণ করছেন। এটি দেখে অনেকেই ধরে নিয়েছেন যে, পরিবারের অশান্তির কথা বলছেন তিনি। কিন্তু আসলে এটি ‘কৌন বনেগা ক্রোড় পতি’ শোয়ের একটি অংশ, যেখানে লেখিকা সুধা মূর্তির সঙ্গে কথা বলছিলেন অমিতাভ।
হাওড়ার ঘুসুড়িতে ছাদ ভেঙে প্রাণ গেল চার শ্রমিকের
তিনি জানান, তার স্ত্রী জয়া বচ্চনের লম্বা চুলের প্রতি আকৃষ্ট হয়ে তিনি প্রেমে পড়েন। অমিতাভ বলেছেন, ‘চুলে মেয়েদের সৌন্দর্য। তাই আমি আমার মেয়েকেও চুল কাটতে মানা করি’। নাতনি আরাধ্যার চুল কাটার বিষয়েও তিনি একইভাবে সতর্ক করেন, কিন্তু ঐশ্বর্য তার কথা শুনছেন না।
সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি: আইনজীবীর সংখ্যা বৃদ্ধি, ২০০ ছাড়িয়েছে
এই সব জল্পনার মধ্যেই শোনা যাচ্ছে যে, অমিতাভ তার বিলাসবহুল বাংলো ‘জলসা’ মেয়ের শ্বেতার নামে লিখে দিয়েছেন, যা পরিবারে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলে, ঐশ্বর্য এবং অভিষেকের সংসার ভাঙার গুঞ্জন আরও জোরালো হয়েছে।
এখন দেখার বিষয়, এই পরিস্থিতির মধ্যে বচ্চন পরিবার কিভাবে নিজেদের পরিস্থিতি সামাল দেয়। তাদের অনুরাগীরা আশা করছেন, সবকিছু দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।