ব্যুরো নিউজ, ৭ জুলাই: দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছেন? ফলে শরীরও দুর্বল? অনেকক্ষেত্রে আবার দেখা যায়, পরিবারের কোনও না কোনও সদস্য প্রায়ই অসুস্থ থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রেই গ্রহ-নক্ষত্রকে নানা অবস্থানের কারনে এমন ঘটতে পারে বলে মনে করা হয়।
আলমারিতে এই জিনিসগুলি রাখলেই আপনার সুখ-সমৃদ্ধি আটকায় কে!তবে জ্যোতিষশাস্ত্রে এমন কিছু টোটকা আছে যা থেকে হতে পারে আপনার ও আপনার পরিবারের সদস্যের রোগমুক্তি। আজ তেমনই কিছু টোটকা আলোচনা করব।
অসুস্থ ব্যক্তির পশু- পাখির সেবা করতে হবে। পশু- পাখির সেবা করলে রোগ-ভোগ কাটে। মানসিক শান্তি আসে।
খারাপ সময়, জীবনে বাধা-বিপত্তি এসব থেকে মিলবে ছুটকারা! মেনে চলুন এই জ্যোতিষ টোটকাপ্রতিদিন অশ্বত্থ গাছে জল দিন। তারপর বৃক্ষের পরিক্রমা করুন। এক্ষেত্রে মনে রাখতে হবে, শুধু পুরুষরা সাতবার পরিক্রমা করবেন। মহিলারা করবেন না।
প্রতি মঙ্গলবার সংকটমোচন হনুমানজিকে সিঁদূর অর্পণ করুন। রোগমুক্তির জন্য প্রার্থনা করুন। হনুমানজিকে অর্পণ করা সিঁদূর এনে রোগীর কপালে লাগান।
শুক্লপক্ষের সোমবার সাতটি নারকেল নিয়ে তাতে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করে নদীর জলে দিয়ে দিন। এর ফলে মিলবে রোগমুক্তি।