astro tip
ব্যুরো নিউজ, ৬ জুলাই: সময়টা খুবই খারাপ চলছে? সংসারে কলহ বিবাদ লেগেই রয়েছে। এমনকি কর্মক্ষেত্রেও নানান বাধা বিপত্তি। হওয়া কাজও আটকে রয়েছে? আর এসবের ফলে মানসিক চাপও পিছু ছাড়ছে না? 
সকলের জীবনেই একটা না একটা সময় এমন পরিস্থিতি এসে থাকে। তাই এতে মনবল দুর্বল হতে দেবেন না। বরং কীভাবে এই সব সমস্যা কাটিয়ে ওঠা যায় সে দিকেই নজর দিন। আর আজ এমনই কয়েকটি জ্যোতিষ টোটকা নিয়ে আলোচনা করব যা আপনার জীবনের এই সকল সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করবে। 

আলমারিতে এই জিনিসগুলি রাখলেই আপনার সুখ-সমৃদ্ধি আটকায় কে!
  • দুর্ভাগ্য দূর করতে সংকটমোচন হনুমানজি-র পুজো করুন। প্রতি মঙ্গল ও শনিবার হনুমানজির পুজোয় সিঁদুর নিবেদন করুন। সেই সিঁদুরের টিপ নিজে পরুন। এতে হনুমানজির কৃপা আপনার ওপর পড়বে।
  • শুক্লপক্ষের প্রথম শুক্রবার একটি রুপোর বাক্স বা কৌটোয় হলুদ ও সিঁদুর মিশিয়ে নিন। তা মা লক্ষ্মীর পায়ের অর্পণ করুন। তারপর সেটি টাকা রাখার স্থানে রেখে দিন। এতে মা লক্ষ্মীর কৃপায় আর্থিক সমস্যা দূর হবে।
  • তুলসী পাতা নিন। তা হাতে রেখে ‘ওম নমো ভগবতে বাসুদেবায়’ মন্ত্র জপ করুন ১০৮ বার। এবার তা খেয়ে নিন। টানা ২ মাস এই কাজটি করুন। এতে খারাপ সময় দূর হবে।
  • প্রতিদিন সন্ধ্যা পুজোর সময় কর্পূর ও লবঙ্গ দিয়ে আরতি করুন। এতে জীবনের সকল জটিলতা বাধা বিপত্তি কেটে যাবে।

BJP Helpline

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর