অসমে আবার ভূমিকম্প

ব্যুরো নিউজ, ২৭ ফেব্রুয়ারি:পৃথিবীর বুক আবার কেঁপে উঠল। এবার অসমে ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়েছে। জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র বা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার রাত ২টা ২৫ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল অসমের মরিগাঁও, এবং এর উৎসস্থল মাটির ১৬ কিলোমিটার গভীরে ছিল। তবে, এখনও পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পৃথিবী সাক্ষী হতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনার, ২০৪০ এর আগে দেখা যাবে না এমন দৃশ্য

বিশেষজ্ঞরা সতর্ক থাকতে জানিয়েছেন

এই ভূমিকম্পের ঘটনা নতুন নয়। এর আগে, গত মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে কলকাতা এবং দক্ষিণবঙ্গের কিছু জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই ভূমিকম্পের কেন্দ্র ছিল বঙ্গোপসাগরের ৯১ কিলোমিটার গভীরে, এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। এটি কেঁপে উঠেছিল পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কিছু অঞ্চলেও।

এছাড়া, গত সপ্তাহে আরও এক ভূমিকম্প আঘাত হেনেছিল দিল্লি, বিহার, ওড়িশা এবং সিকিমের বিস্তীর্ণ অঞ্চলে। ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ রিখটার স্কেল পর্যন্ত দিল্লি ও বিহারে, তবে ওড়িশার পুরী শহরে তা ছিল ৪.৭ এবং সিকিমের লাচুঙে ২.৩।এই সব ভূমিকম্পের কারণে সাময়িকভাবে আতঙ্ক সৃষ্টি হলেও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষতি বা প্রাকৃতিক বিপর্যয়ের কোনও খবর পাওয়া যায়নি। তবে, বিশেষজ্ঞরা সতর্ক থাকতে জানিয়েছেন।

আফগানিস্তানের কাছে ইংল্যান্ডের হার, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের দিকে এক ধাপ এগিয়ে আফগানরা

ফেব্রুয়ারি মাসের শুরুতেই একাধিক ভূমিকম্পের খবর পাওয়ার পর মানুষজন ভূমিকম্পের প্রতি আরও সতর্ক হয়ে উঠেছেন। বিশেষ করে অসমের মতো ভূমিকম্প প্রবণ এলাকায় ভূকম্পন নিয়ে উদ্বেগও বেড়েছে।এটি দ্বিতীয়বার হচ্ছে, যখন ফেব্রুয়ারিতে অসম ভূমিকম্পে কেঁপে উঠছে। এই পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন এবং বিশেষজ্ঞরা ভূমিকম্পের পূর্বাভাস এবং প্রস্তুতির দিকে আরও মনোযোগ দিতে বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর