ব্যুরো নিউজ,৫ নভেম্বর:নৈহাটি উপনির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। তারই মধ্যে প্রাক্তন তৃণমূল সাংসদ এবং বর্তমানে বিজেপি নেতা অর্জুন সিংকে সিআইডি তলব করার ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। নৈহাটির ভোটের আগে এই তলবের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সিআইডির সিদ্ধান্তকে সরাসরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত বলে দাবি করেছেন এবং বলেছেন, ‘রাজ্যের সিআইডি যেন টাইম মেশিন ব্যবহার করছে, যেহেতু তলবের নোটিশ ৫ তারিখে সই করা হলেও তা পাঠানো হয়েছে ৪ নভেম্বর!’
আরজি কর কাণ্ডে সিবিআইকে ১০টি তীব্র প্রশ্ন ডাক্তারদের, তদন্ত নিয়ে আরও সন্দেহ
বিজেপি এ বিষয়ে আদালতে যেতে প্রস্তুত
শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে সিআইডির তলবের নোটিশ শেয়ার করে পুলিশ প্রশাসনকে তীব্রভাবে আক্রমণ করেছেন। তিনি লিখেছেন, ‘দুধ দিয়ে কয়লা ধুলেও তার রঙ বদল হয় না, কুকুরের লেজ সোজা হয় না।’ বিজেপির পক্ষ থেকে অভিযোগ, যে সময়ে সিআইডি তলব করেছে, তা নির্বাচন ঘিরে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। ১২ নভেম্বর, অর্থাৎ নৈহাটির উপনির্বাচনের ঠিক আগে এই তলব করা হয়েছে, যা নির্বাচনকে প্রভাবিত করতে পারে। শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে জানান, ‘যখন কর্তৃত্বের অপব্যবহার হয়, তখন এমন সময় এবং তারিখের গোলমাল হয়।’ তাই তিনি জানান, বিজেপি এ বিষয়ে আদালতে যেতে প্রস্তুত।
সঞ্জয়ের বিস্ফোরক দাবি—’ফাঁসানো হচ্ছে’, ডাক্তারদের মধ্যে নতুন প্রশ্ন উঠল
অর্জুন সিংয়ের রাজনৈতিক জীবন নানা উত্থান-পতনের সাক্ষী। একসময় তৃণমূলের নেতা ছিলেন তিনি, তারপর বিজেপিতে যোগদান এবং মাঝে মাঝে তৃণমূলের দিকে ঝুঁকেও পড়েছেন। কিন্তু, বর্তমানে বিজেপিতে থাকলেও অর্জুন সিং গেরুয়া শিবিরে বিশেষ সক্রিয় নন। তাই কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, সিআইডি তাকে চাপের মধ্যে রেখে আগামী নির্বাচনে তার কৌশল নষ্ট করতে চাইছে।নৈহাটি উপনির্বাচন এবং অর্জুন সিংয়ের সিআইডি তলব নিয়ে আসন্ন রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত। এখন দেখার বিষয় হবে, আদালতে এই বিষয়টি নিয়ে কী সিদ্ধান্ত নেয় এবং এর পরিণতি কী হয়।