অর্জুন কাপুর

ব্যুরো নিউজ ১২ নভেম্বর :অর্জুন কাপুর ও মালাইকা অরোরার ছয় বছরের সম্পর্কের ইতি ঘটেছে। যা নিয়ে বলিউড মহলে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। জনসমক্ষে অর্জুন নিজেই এই বিচ্ছেদের কথা স্বীকার করেছেন। একসময়ে তাদের সম্পর্কের গভীরতা নিয়ে কেউ কোনো সন্দেহ রাখেননি। মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর অনেকেই ভেবেছিলেন অর্জুনের সঙ্গে তার সম্পর্ক টিকে যাবে। তবে সেটি আর হয়নি।

আজব ফ্যাশনের জাদুতে ১৭৩ কোটির মালকিন উরফি জাভেদ!

অবসাদ এবং একাকিত্ব তাকে গ্রাস করছে

অভিষেক আর ঐশ্বর্যের বিচ্ছেদ হচ্ছেনা, সিঙ্গল বলে জানালেন নিমরত কৌর

তবে শুধুমাত্র সম্পর্কের ভাঙনই নয়, অর্জুন বর্তমানে মানসিক ও শারীরিক সমস্যাতেও ভুগছেন। গত দু’বছর ধরে তিনি ‘হাসিমটো থাইরয়েডিস’ রোগে আক্রান্ত, একটি অটোইমিউন রোগ যা থাইরয়েড গ্ল্যান্ডের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত করে এবং ওজন দ্রুত বৃদ্ধি পায়। অর্জুন জানিয়েছেন, এই রোগটি মায়ের থেকেই পেয়েছেন তিনি এবং ৩০ বছর বয়স থেকেই এই রোগের সঙ্গে লড়াই করছেন। এই রোগের প্রভাবে শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্যের ওপরেও প্রভাব পড়ছে—অবসাদ এবং একাকিত্ব তাকে গ্রাস করছে। এই কারণে ঘন ঘন মনোবিদের কাছে যেতেও হচ্ছে তাকে।

‘পুষ্পা ২’ ট্রেলার রিলিজ ইভেন্টে আসছেন আল্লু অর্জুন, কলকাতাতেও কবে জেনে নিন 

ছোটবেলা থেকেই ওজন বৃদ্ধি এবং চলচ্চিত্রে বারবার ব্যর্থতার কারণে তিনি অবসাদে ভুগতেন। নিজেকে কাজে ফেরাতে এবং জীবনে আশার আলো খুঁজে পেতে তিনি অনেক মনোবিদের পরামর্শ নিয়েছেন। অবশেষে, একজন বিশেষজ্ঞ তাকে সাহায্য করছেন, যার চিকিৎসায় তিনি কিছুটা স্বস্তি পাচ্ছেন। অর্জুনের মতে, গত বছরে তার কর্মজীবন নিয়ে দুশ্চিন্তা এতটাই বেড়ে গিয়েছিল যে নিজের ছবি দেখা বন্ধ করে দেন তিনি। তবে ধীরে ধীরে নিজের মানসিক ও শারীরিক স্বাস্থ্য নিয়ে সচেতন হয়ে আবারও কাজে ফেরার চেষ্টা করছেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর