উরফি জাভেদ

ব্যুরো নিউজ ১১ নভেম্বর :উরফি জাভেদ—নামটাই যেন এখন ভাইরাল ফ্যাশনের সমার্থক। গোটা দেশ তাকে চেনে ‘ভাইরাল কুইন’ নামে। তার ছকভাঙা এবং সাহসী পোশাকের জন্য যেমন তিনি প্রশংসিত হয়েছেন। তেমনই কটাক্ষের মুখেও পড়তে হয়েছে বহুবার। প্রতিটি নতুন লুকেই যেন নেটিজ়েনদের চমকাতে পটু তিনি। কখনও অদ্ভুত ডিজাইনের পোশাক, আবার কখনও সাহসী স্টাইল—উরফির এমন ফ্যাশন স্টেটমেন্টে চোখ কপালে ওঠে সবার। তবে এসব নিয়ে উরফির ভ্রুক্ষেপ নেই। কারণ তিনি নিজের পছন্দ অনুযায়ী চলতেই পছন্দ করেন।

বলিউডের পর এবার পাকিস্তানি গ্যাংস্টারের নিশানায় মিঠুন চক্রবর্তী

ভাইরাল কুইন উরফি জাভেদ

উরফি জাভেদের প্রতিটি পোস্টে কিছু না কিছু চমক থাকে। তার টিমও নিরলস পরিশ্রম করে তার এই ভাইরাল ইমেজ ধরে রাখতে। সম্প্রতি বিভিন্ন রিয়্যালিটি শো ও জনপ্রিয় অনুষ্ঠানে তার উপস্থিতি আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে তাকে। সোশ্যাল মিডিয়ায় উরফির প্রতিটি পোস্টই মুহূর্তে ছড়িয়ে পড়ে। আর এর জোরেই তিনি এখন প্রায় ১৭৩ কোটি টাকার মালকিন। যদিও কটাক্ষ আর ট্রোলিংয়ের সম্মুখীন হন প্রায়ই তবুও উরফি নিজেই বলেছেন। ট্রোলিং নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই তার কারণ এর মাধ্যমেই আয় হচ্ছে।

রাহুল-আথিয়ার সংসারে আসছে নতুন অতিথি, ২০২৫-এ হবে সন্তানের আগমন!

প্রচারের আলোয় থাকা এই সাহসী অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি নিজের ফ্যাশন স্টেটমেন্ট কখনও বদলাবেন না। এই আজব ও ভাইরাল পোশাকই যেন তার কাছে ভাগ্যের আশীর্বাদ হয়ে এসেছে। যার মাধ্যমে তিনি ফ্যাশন ব্র্যান্ড ও ফটোশুটের অফার পাচ্ছেন। সাম্প্রতিকতম যাত্রা ‘আমাজন প্রাইম’-এ জায়গা করে নিয়েছে। যা জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে উরফি এখন শুধু এক ভাইরাল সেলেবই নন। বরং ১৭৩ কোটির সম্পত্তির অধিকারীও।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর