সিঙ্গল বলে জানালেন নিমরত কৌর

ব্যুরো নিউজ ১২ নভেম্বর : বলিউডে অভিষেক বচ্চন ও নিমরত কৌরের সম্পর্ক নিয়ে গুঞ্জনে তোলপাড় চলছে। সম্প্রতি নিমরত এমন এক ভিডিও শেয়ার করেছেন যা দেখে নেটিজেনরা অবাক। ভিডিওতে নিমরত বলেন, “লোকে দেখবে আর জ্বলবে।” অনেকেই মনে করছেন, এই কথার মাধ্যমে অভিষেকের সঙ্গে সম্পর্কের গুজবে কড়া জবাব দিয়েছেন তিনি।

সেলিব্রেটিদের প্রিয় ব্ল্যাক ওয়াটার বা কালো জল এর কামাল

সোশ্যাল মিডিয়ায় মিম ও ট্রোলের ঝড় উঠে

গুঞ্জন শুরু হয় ২০২২ সালে যখন অভিষেক ও নিমরত একসঙ্গে “দশভি” সিনেমায় কাজ করেন। সেই সময় থেকেই তাদের ঘনিষ্ঠতার কথা প্রচারিত হতে থাকে। এমনকি অভিষেক ও ঐশ্বর্যর দাম্পত্যে টানাপোড়েন শুরু হয়েছে বলেও জল্পনা ছড়ায়। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম ও ট্রোলের ঝড় উঠে। অনেকেই মনে করছেন নিমরতই তাদের সম্পর্কের কারণ। তবে বচ্চন পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন অভিষেক ও ঐশ্বর্যের বিচ্ছেদ হচ্ছে না । এই সব খবর সম্পূর্ণ মিথ্যা।

হরিশ্চন্দ্রপুরের স্কুলে ট্যাবের বরাদ্দ টাকা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ, উদ্ধার মদের বোতল

সম্প্রতি “সিটাডেল হানি বানি” সিরিজের স্ক্রিনিংয়ে উপস্থিত হয়ে নিমরত নিজের সম্পর্কের গুজব নিয়ে মুখ খোলেন। তিনি বলেন “আমি সিঙ্গল, কোনো সম্পর্কে নেই।” তিনি সিঙ্গল মেয়েদের স্বাধীনভাবে ঘুরতে যাওয়ার পরামর্শও দেন। অভিষেকও এ বিষয়ে মন্তব্য না করলেও নিমরতের এই ঘোষণা স্পষ্ট করেছে যে তার সঙ্গে অভিষেকের সম্পর্ক নিয়ে চলা গুঞ্জন একেবারেই ভিত্তিহীন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর