কালীপুজোয় অনুব্রতের অশৌচ পালন

ব্যুরো নিউজ,১ নভেম্বরঃঅনুব্রত মণ্ডল সম্প্রতি জামিন পেয়ে বোলপুরে তার ফিরে এসেছেন। কিন্তু অনুব্রত ওরফে কেষ্ট, সাধারণত সবসময় সরব থাকেন, এবারে কিন্তু বেশ নিশ্চুপ ছিলেন । এদিকে, বীরভূমের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কালীপুজোর প্রস্তুতি চলছে।কালী মূর্তির অঙ্গে রয়েছে নতুন নতুন গয়না—মাথার মুকুট, নাকের নথ, আংটি, ও হার। কিন্তু গয়নার মূল্য নিয়ে কেউ মুখ খুলতে চাইছেন না।

মহিলা কনস্টেবলদের নতুন যুগঃ কলকাতা পুলিশের উদ্যোগ

কি কি ব্যবস্থা থাকবে?

কালীপুজো উপলক্ষে বাংলার মানুষজন আনন্দে মেতে উঠেছেন, তবে অনুব্রত মণ্ডল তার কাকার মৃত্যুর কারণে অশৌচ পালন করছেন। ফলে, কালীপুজোর আনন্দ তার চোখে মুখে প্রকাশ পায়নি। তিনি দলীয় কার্যালয়ে বসে কালীপুজোর আয়োজন দেখেছেন, কিন্তু মূর্তির কাছে যেতে পারছেন না। যদিও সেখানকার কর্মী সমর্থকরা উৎসাহিত হয়ে কালীপুজোর বিভিন্ন কাজ করে চলেছেন। মহিলাদের উত্সাহে চলেছে আলপনা আঁকার কাজ এবং সাজসজ্জার আয়োজন।অনুব্রত মণ্ডল বলেন, ‘অশৌচ চলছে আমার। গঙ্গাস্নান করিনি, তাই কালীপুজোর কাজে অংশ নিচ্ছি না।’ তিনি কালী মূর্তিকে নিজের হাতে গয়না পরানোর ব্যাপারে কোনো মন্তব্য করেননি, যদিও গত বছর তিনি প্রচুর গয়না পরিয়েছিলেন। এ বছরও সেই একই গয়না পরানোর পরিকল্পনা রয়েছে।

‘এক দেশ, এক নির্বাচন’ পরিকল্পনায় কংগ্রেসের সমালোচনা  

অপরদিকে জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানিয়েছেন, কালীপুজোর জন্য জেলার নানা প্রান্ত থেকে মানুষজন আসবেন এবং প্রসাদের ব্যবস্থা থাকবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর