অমীয় কুমার বাগচি 

ব্যুরো নিউজ,২৯ নভেম্বর:প্রয়াত হলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ইতিহাসবিদ অমীয় কুমার বাগচি।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।কয়েক দিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি, এবং শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান।তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিক্ষাজগতে।

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কলকাতায় উত্তেজনা 

প্রেরণার উৎস


অমীয় কুমার বাগচি ছিলেন প্রেসিডেন্সি কলেজের প্রাক্তন ছাত্র।তিনি উচ্চশিক্ষার জন্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে গিয়েছিলেন।সেখানে তিনি পড়াশোনা শেষে অন্য একটি কলেজে শিক্ষকতার শুরু করেন।দেশ ফিরে তিনি প্রেসিডেন্সি কলেজে অর্থনীতির অধ্যাপক হিসেবে যোগ দেন।তাঁর শিক্ষাদানে ছিল গভীর দক্ষতা এবং তিনি ছিলেন অনেকের কাছে প্রেরণার উৎস।

‘সোনার গয়না না পরেই বিয়ে!’ নিজের মতামত প্রকাশ করে বিপ্লব ঘটালেন ঊষসী কর

পাঠ্যক্রমের বাইরে তিনি কলকাতার পাটুলিতে ‘সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সাইন্সেসে’ শিক্ষকতা করেছেন। এছাড়া, সল্টলেকের ‘ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের’ প্রতিষ্ঠার মূলে তিনিই। তাঁর অবদান ঐতিহাসিক এবং অর্থনৈতিক গবেষণার ক্ষেত্রে অবিস্মরণীয়।অমীয় কুমার বাগচির মৃত্যু এক শূন্যতা সৃষ্টি করেছে শিক্ষাক্ষেত্রে। তাঁর জীবন ও কাজ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর