অমিত শাহের নতুন প্রতিশ্রুতিঃ ঝাড়খণ্ডে অভিন্ন দেওয়ানি বিধির প্রচার

ব্যুরো নিউজ,২ নভেম্বর:বাংলায় এলেও আরজি করের নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা হয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর।এই বিষয়টি নিয়ে সাংবাদিকদের সামনে বেশ বিজেপি নেতাদের ব্যাখ্যা দিতে হয়েছে। বিশেষ করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং অগ্নিমিত্রা পালদের মুখোমুখি হতে হয়েছে প্রশ্নের।

জেলে সঞ্জয়ের কান্নাকাটিঃ মুক্তির জন্য আকুল আহ্বান

‘মনের জোর বাড়ত’

তারা জানিয়ে দেন, অমিত শাহ মাত্র ২৪ ঘণ্টারও কম সময়ের জন্য রাজ্যে এসেছিলেন এবং তাই সময়ের অভাবে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে পারেননি।আরজি করের নির্যাতিতার বাবা-মা চিঠি লিখে শাহের সঙ্গে দেখা করার আবেদন করেছিলেন। কিন্তু শাহ বাংলায় এলেও তাদের সঙ্গে সাক্ষাৎ করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন। নির্যাতিতার বাবা জানান, ‘অমিত শাহের সাক্ষাৎ পেলে ভালো লাগত। তিনি হয়তো ব্যস্ত, কিন্তু আমাদের সঙ্গে দেখা করলে মনের জোর বাড়ত।’

শুভেন্দুর বার্তাঃ ওপারের হিন্দুদের পাশে আছি!

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, শাহের কর্মসূচি এতটাই ঠাসা ছিল যে, তিনি নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে পারেননি।শান্তনু আরও দাবি করেছেন, ভবিষ্যতে শাহ এবং নির্যাতিতার পরিবারটির সঙ্গে সাক্ষাৎ হতে পারে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর