ব্যুরো নিউজ,১৩ ডিসেম্বর:বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার সম্প্রতি একটি দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন। মুম্বইয়ে ‘হাউসফুল ৫’ ছবির শুটিং চলাকালীন একটি দুর্ঘটনায় তার চোখে গুরুতর চোট লাগে। ছবির সেটে উপস্থিত একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কঠিন একটি দৃশ্যের শুটিং করার সময় অক্ষয়ের চোখে একটি কিছু উড়ে এসে ঢুকে যায়। ফলে তৎক্ষণাৎ তাকে চিকিৎসকের সাহায্য নিতে হয়।
শুটিংয়ের সময় রান্নার টিম থাকে নিরামিষ খাওয়ার জন্য! শুনে রেগে গিয়ে কি বললেন সাই পল্লবী?
মুক্তি কবে?
চিকিৎসক দ্রুত তার চোখে প্রাথমিক চিকিৎসা করে এবং ব্যান্ডেজ বেঁধে দেন। আপাতত, চিকিৎসক অক্ষয়কে বিশ্রামে থাকতে পরামর্শ দিয়েছেন।অপরদিকে শুটিংয়ে বিশ্রাম নেওয়ার পরেও অক্ষয় খুব দ্রুত আবার শুটিং শুরু করতে চান। ছবির অন্তিম পর্যায়ের শুটিং বাকি থাকায়, অভিনেতা কোনোভাবেই কাজ থামাতে চাইছেন না। তিনি শিগগিরই শুটিংয়ে ফিরতে উদ্গ্রীব রয়েছেন।
সলমন খানের সঙ্গে রশ্মিকা মন্দনার নতুন জুটিঃ আপ্লুত অভিনেত্রী কি বললেন?
‘হাউসফুল ৫’-এ অক্ষয়ের পাশাপাশি রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, শ্রেয়শ তলপড়ে, চাঙ্কি পাণ্ডে, জ্যাকলিন ফার্নান্ডেজ, নার্গিক ফকরি, ফরদিন খান, দিনো মোরিয়া, জনি লিভার, জ্যাকি শ্রফ, সঞ্জয় দত্ত, নানা পটেকর, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিংহ, সৌন্দর্যা শর্মাসহ একাধিক তারকা অভিনয় করছেন। ছবির শুটিং ইউরোপের বিভিন্ন স্থানে যেমন নিউক্যাসল, স্পেন, নরম্যান্ডি, প্লাইমাউথে হয়েছে। প্রায় ৪০ দিন ধরে একটি ক্রুজেও শুটিং হয়েছিল। এই ছবিটি পরিচালনা করেছেন তরুণ মনসুখানি এবং ২০২৫ সালের ৬ জুন মুক্তি পাবে।