ব্যুরো নিউজ,১৩ ডিসেম্বর:রণবীর কাপুরের সঙ্গে পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। ইতিমধ্যেই সিনেমার প্রথমার্ধের শুটিং শেষ হয়েছে। তবে সীতার ভূমিকায় অভিনয়ের জন্য সাই নাকি মাংস খাওয়া ছেড়ে সম্পূর্ণ নিরামিষাশী হয়ে গেছেন—এমন খবর ঘিরে চরম বিতর্ক শুরু হয়েছে।
সলমন খানের সঙ্গে রশ্মিকা মন্দনার নতুন জুটিঃ আপ্লুত অভিনেত্রী কি বললেন?
সাই পল্লবীর লাইফস্টাইল
সাম্প্রতিক এক তামিল সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে, সাই পল্লবী নাকি শুটিংয়ের সময়ও নিজের রান্নার টিম সঙ্গে নিয়ে ঘোরেন এবং শুধুমাত্র নিরামিষ খাবারই খান। এই ভুয়ো খবর শুনে রেগে যান অভিনেত্রী। তিনি স্পষ্ট জানান ‘আমি সাধারণত মিথ্যে খবর বা গুজব নিয়ে মাথা ঘামাই না। তবে এবার সব সীমা ছাড়িয়ে গেছে। আমার কোনও সিনেমা রিলিজের আগে বা শুটিং শুরুর পর কেন এধরনের ভিত্তিহীন খবর রটে, আমি জানি না। তবে এবার আইনি পদক্ষেপের কথা ভাবছি।’
রাহুর কুপ্রভাব কাটাবেন কিভাবে? কি কি করলে পাবেন সুফল জেনে নিন এখনই
সাই পল্লবী সবসময় প্রাণীহত্যার বিরুদ্ধে সরব এবং নিজেই নিরামিষভোজী। আগেও এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন যে, তিনি প্রাণীদের ভালোবাসেন এবং তাদের প্রতি সহানুভূতিশীল। তাই এমন মিথ্যা খবর রটানো তার কাছে অত্যন্ত অপমানজনক।‘রামায়ণ’-এ সাই পল্লবীর সীতা চরিত্র নিয়ে ভক্তদের প্রত্যাশা তুঙ্গে। রণবীর কাপুর রামের ভূমিকায় থাকলেও সাইয়ের অভিনয় বলিউডে তার প্রথম পদক্ষেপ হওয়ায় তা নিয়ে উত্তেজনা আরও বেশি।সাই পল্লবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এমন ভিত্তিহীন খবর আর বরদাস্ত করা হবে না। পরবর্তীতে এমন ঘটনা ঘটলে তিনি আইনি ব্যবস্থা নেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।