ব্যুরো নিউজ,১৮ এপ্রিলঃ নিজের রাশির দিকনির্দেশ জেনে দিনটিকে আরও সুন্দর করে তুলুন! প্রয়োজনে পুনরায় পরামর্শের জন্য চলে আসুন, শুভ দিন থাকুক আপনার!
শান্তির মুখোশে লুকানো উত্তেজনার আগুন: কী বললেন মুখ্যমন্ত্রী?
রাশিভেদে দিনের পূর্বাভাস
মেষ :
আজকের দিনটা শুরু হবে নতুন উদ্যমে। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন, ফলে কাজে সাফল্য আসবে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের লাভের সুযোগ রয়েছে। পারিবারিক বিষয়ে সাবধান থাকুন, বিশেষ করে সঙ্গীর সঙ্গে কথাবার্তা ভেবে বলুন।
বৃষ :
আজ আপনার মন কিছুটা অস্থির থাকবে। পুরনো কোনও ভুল নিয়ে চিন্তা হতে পারে। অর্থলাভ সম্ভব, তবে খরচেও লাগাম টানতে হবে। ছোটদের সময় দিন।
মিথুন :
বন্ধুদের সঙ্গে আনন্দের সময় কাটবে। অফিসের কাজ নিয়ে চাপ কমবে। নতুন কোনও যোগাযোগ আপনার পেশাগত জীবনে উপকারে আসবে। সন্ধ্যেবেলায় নিজেকে সময় দিন।
কর্কট :
আজ মানসিক প্রশান্তি পেতে পারেন। পরিবারে শান্তি থাকবে। আর্থিক দিক ভালো থাকবে। তবে স্বাস্থ্যে হালকা সমস্যা হতে পারে—বিশেষ করে হজমজনিত।
সিংহ :
আজ নিজেকে প্রমাণ করার দিন। যে কোনও প্রতিযোগিতামূলক কাজে আপনি এগিয়ে থাকবেন। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ আনন্দ দেবে।
কন্যা :
আজ কোনও গুরুত্বপূর্ণ কাজ হাতে নেবেন না। কিছু সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো। অর্থ বিষয়ে ধৈর্য ধরুন। পরিবারের কারও সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে।
তুলা :
আজ আপনার জন্য শুভ দিন। প্রেম ও সম্পর্ক নিয়ে শুভ সংবাদ আসতে পারে। যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, তাদের জন্য দিনটি শুভ। অর্থ আগমন আছে।
বৃশ্চিক :
আজ কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। আপনার উপর বসদের ভরসা বাড়বে। তবে জেদ না করে নম্র ভাবে কাজ করলে সুফল পাবেন।
ধনু :
ভ্রমণের সুযোগ আসতে পারে। নতুন কিছু শেখার আগ্রহ থাকবে। অর্থযোগ মিশ্র। কেউ আপনার উপকার করতে পারে। সদ্ব্যবহার বজায় রাখুন।
Tollywood Gosip: বিয়ের পরেও নিস্তার নেই প্রাক্তনের হাত থেকে তাই সোহিনী এবার রনং দেহি
মকর :
ব্যবসার জন্য দিনটি শুভ। কর্মক্ষেত্রে মনোযোগ বজায় রাখুন। আর্থিক সঞ্চয় বাড়াতে পারবেন। ব্যক্তিগত সম্পর্কেও কিছু মধুর মুহূর্ত কাটাতে পারেন।
কুম্ভ :
আজ আপনার মধ্যে সৃজনশীলতা থাকবে। যাঁরা শিল্প, সাহিত্য বা মিউজিকের সঙ্গে যুক্ত, তাঁদের জন্য দিনটি অনুপ্রেরণার। স্বাস্থ্য ভালো যাবে।
মীন :
অন্তর্মুখী ভাব থাকবে। প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে মানসিক শান্তি পাবেন। ঋণ বা পাওনাগণ্ডা নিয়ে চাপ কমবে। কোনও বন্ধুর কাছ থেকে সাহায্য মিলবে।