AIFF suspended federation chief

ব্যুরো নিউজ, ২ এপ্রিল: দুই মহিলা ফুটবলারকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে এআইএফএফ-এর এক্সিকিউটিভ কমিটির সদস্য দীপক শর্মার বিরুদ্ধে। এবার সেই অভিযোগের ভিত্তিতেই ফেডারেশন কর্তা দীপক শর্মাকে সাসপেন্ড করল এআইএফএফ।

কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে চলেছে KTM 390 অ্যাডভেঞ্চারের দুটি ভেরিয়েন্ট! কোনটির কত দাম?

Advertisement of Hill 2 Ocean

ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌনহেনস্তার অভিযোগ ওঠে। তা নিয়ে পথে নামে কুস্তিগিররা। সেই রেশ কাটতে না কাটতেই ভারতীয় ফুটবল ফেডারেশনের এক কর্তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ ওঠে।

অভিযোগ, মদ্যপ অবস্থায় দুই মহিলা ফুটবলারকে যৌনহেনস্তা করেন এআইএফএফ-এর এক্সিকিউটিভ কমিটির সদস্য দীপক শর্মা। গোয়ায় চলছে ইন্ডিয়ান ওমেনস লিগ ২। আর সেই সূত্রেই গোয়ার হটেলে ছিলেন ওই দুই মহিলা খেলোয়ার। আর ওই হোটেলেই হিমাচলপ্রদেশের ক্লাব খাদ এফসির দুই মহিলা ফুটবলারকে শারীরিক হেনস্থা করার অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে।

এবার কি ইডির নজরে আপের বড় নেতারা?

অভিযোগকারী মহিলা ফুটবলাররা জানিয়েছিলেন, পায়ে চোট লাগায়, হোটেল রুমেই ছিলেন তারা। সেখানে রুমেই ডিম এনেছিলেন খাওয়ার জন্য। রাত সাড়ে ১০টা-১১টা নাগাদ হোটেলের কিচেনে খাবার বানাতে গেলে দীপক শর্মা সেখানে এসে তাদের বকাবকি করেন ও নিজের ঘরে ডেকে পাঠায়। এরপর ওই দুই মহিলা খেলোয়াড় নিজেদের ঘরে চলে গেলে তাদের হোটেল রুমে জোর পূর্বক ঢুকে তাদের যৌন হেনস্থা করেন দীপক শর্মা। এবার সেই অভিযোগেই ফেডারেশন কর্তা দীপক শর্মাকে সাসপেন্ড করল এআইএফএফ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর