'AI ঠাকুমা'

ব্যুরো নিউজ,১৯ নভেম্বর: AI প্রযুক্তি দিয়ে সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে এক নতুন উদ্যোগ শুরু করেছে ব্রিটিশ সংস্থা ভার্জিন মিডিয়া ও২। সম্প্রতি তারা একটি রোবট তৈরি করেছে যা বিশেষভাবে বয়স্কদের সাইবার অপরাধ থেকে রক্ষা করতে কাজ করবে। এই রোবটটি আসলে একটি ‘AI ঠাকুমা’। যার উদ্দেশ্য সাইবার স্ক্যামারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।

হাসপাতালের গাফিলতিতে মর্মান্তিক ঘটনা কুকুরের মুখে অপরিণত শিশু

‘AI ঠাকুমা’ কীভাবে সাইবার অপরাধীদের জব্দ করবে

ইডির বড় অভিযানঃ সান্তিয়াগো মার্টিনের দুর্নীতিতে ১২.৪১ কোটি টাকা উদ্ধার

বর্তমানে বয়স্ক মানুষরা সাইবার অপরাধের শিকার হচ্ছেন। যেখানে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সহজেই টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। এই ধরনের অপরাধের ফলে অনেকেই আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক ও শারীরিক চাপে পড়ছেন। ভার্জিন মিডিয়া ও২-এর মতে, এই ‘AI ঠাকুমা’ বয়স্ক ব্যক্তিদের ফোনে আসা সাইবার স্ক্যাম কলগুলি রিসিভ করে অপরাধীদের বিভ্রান্ত করে দীর্ঘসময় তাদের ব্যস্ত রাখবে।

ফ্লোরিডা থেকে ইসরোর জিস্যাট-এন২ উপগ্রহ উৎক্ষেপণঃ ভারতীয় মহাকাশ গবেষণায় নতুন যুগের সূচনা

রোবটটি স্ক্যামারদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাবে যাতে তারা কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে না পারে। ‘AI ঠাকুমা’র গলার স্বর ও কথা বলার ধরনও পরিবর্তন করা সম্ভব যাতে আরো বেশি কার্যকরী হয়ে ওঠে। এই ব্যবস্থা সাইবার অপরাধীদের জন্য এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

‘AI ঠাকুমা’র মাধ্যমে বয়স্কদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ভার্জিন মিডিয়া ও২ এর নতুন পদক্ষেপ এক বিশেষ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। ইতিমধ্যেই সংস্থা তাদের ইউটিউব পেজে এই প্রযুক্তি সম্পর্কিত একটি ভিডিও প্রকাশ করেছে। যা এই উদ্যোগের কার্যকারিতা এবং ভবিষ্যত সম্ভাবনা সম্পর্কে ধারণা দেয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর