ফ্লোরিডা থেকে ইসরোর জিস্যাট-এন২ উপগ্রহ উৎক্ষেপণ

ব্যুরো নিউজ,১৯ নভেম্বর:মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রদেশের কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে সম্প্রতি উৎক্ষেপণ করা হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র অত্যাধুনিক স্যাটেলাইট জিস্যাট-এন২। স্পেস এক্স-এর ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয় এই ভারতীয় উপগ্রহটি, যা বিশেষ করে ভারতের ব্রডব্যান্ড পরিষেবা এবং উড়ানে ইন্টারনেট পরিষেবার মান উন্নত করতে সাহায্য করবে।এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ এটি প্রথমবারের মতো ইসরোর কোনো কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ করছে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স। কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপণের পর, স্পেস এক্স নিশ্চিত করেছে যে ভারতীয় স্যাটেলাইটটি সফলভাবে তার গন্তব্যে পৌঁছেছে এবং এখন কার্যক্ষম।

বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে আমেরিকার কঠোর বার্তাঃ সরকারকে শান্তিপূর্ণ প্রতিবাদ সমর্থন করার আহ্বান

নতুন যুগের সূচনা


জিস্যাট-এন২ উপগ্রহটির ওজন ৪,৭০০ কিলোগ্রাম এবং এটি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ ডেটা ট্রান্সফার করতে সক্ষম। প্রতি সেকেন্ডে প্রায় ৪৮ জিবি ডেটা স্থানান্তর করা যাবে এই উপগ্রহের মাধ্যমে। এর মধ্যে রয়েছে একাধিক ‘বিম’, যা ভারত জুড়ে বিভিন্ন অঞ্চলে একযোগে পরিষেবা প্রদান করতে সক্ষম। এটি ভারতের স্মার্ট সিটি মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের বিভিন্ন প্রযুক্তিগত উন্নতির ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।জিস্যাট-এন২ উপগ্রহটি সিএফআরপি নির্ভর কাঠামো, উন্নত লিথিয়াম আয়ন ব্যাটারি, এবং এওসিএস সিস্টেমে সজ্জিত। ইসরো জানিয়েছে, এই উপগ্রহটি প্রায় ১৪ বছর ধরে মহাকাশে কার্যক্রম চালাবে।

মোদীর রিও ডি জেনিরো সফরে বিশ্ব নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনাঃ বাণিজ্য, নিরাপত্তা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত

এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, ভারতের সবচেয়ে শক্তিশালী রকেট ‘লঞ্চ ভেহিকল মার্ক ৩’ ৪,০০০ কেজি পর্যন্ত উপগ্রহ পৃথিবীর কক্ষপথে নিয়ে যেতে পারে। কিন্তু জিস্যাট-এন২ উপগ্রহটির ওজন তার থেকেও বেশি ছিল। ফলে ইসরো এবং স্পেস এক্সের মধ্যে এই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ইসরো এবং স্পেস এক্সের মধ্যে বাণিজ্যিক সহযোগিতার প্রথম ফলস্বরূপ এই জিস্যাট-এন২ উৎক্ষেপণ, ভারতীয় মহাকাশ গবেষণায় নতুন যুগের সূচনা করল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর