ব্যুরো নিউজ, ২৬ মার্চ: এই প্রথমবার ভোট প্রচারে AI সঞ্চালিকার ব্যবহার। লোকসভা নির্বাচনে স্যোশাল মিডিয়ায় বামেদের প্রচারে AI সঞ্চালিকা 'সমতা'।
জেল থেকেই চালাবেন সরকার! দ্বিতীয় নির্দেশিকা জারি করলেন কেজরিওয়ালএতদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল গুলি প্রচারের জন্য বেঁছে নিয়েছিল বিভিন্ন সেলেব মুখ। তবে এই প্রথমবার লোকসভা নির্বাচনে ব্যবহার করা হল কৃত্রিম বুদ্ধিমত্তার সঞ্চালিকা। গতকাল ছিল দোল। আর এই দোলের সন্ধ্যাতেই বামেদের সোশ্যাল মিডিয়ায় প্রথম আত্মপ্রকাশ করে এই AI সঞ্চালিকা সমতা। এক ঝলকে দেখে মনে হবে ঠিক যেনও রক্ত- মাংসের মানুষ। কথা বলছে, চোখের পলক পড়ছে, আবার সঙ্গে মিষ্টি হাসিও। অনর্গল বাংলাও বলে চলেছে নির্ভুলভাবে। সব মিলিয়ে কোনও ভাবে বলার জো নেই যে এটি মানুষ নয়। তবে সত্যিই ওই সঞ্চালিকা মানুষ নন। সমতা এক কৃত্রিম বুদ্ধিমত্তার সঞ্চালিকা।
তবে বঙ্গ সিপিএমের সোশ্যাল মিডিয়া ও ইউটিউব চ্যানেলের নতুন মুখ 'সমতা'। আর গতকাল তার ২৭ সেকেন্ডের প্রথম ঝলকই একেবারে মানুষের মধ্যে সারা ফেলে দিয়েছে। 'সমতা'-কে দেখে রীতিমত হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ২৭ সেকেন্ডের ভিডিওতে দোলের শুভেচ্ছা জানানো পাশাপাশি রাজনীতি নিয়েও কথা বলেন ‘সমতা’।