ব্যুরো নিউজ, ৭ নভেম্ববর :হায়দরাবাদের রাজপরিবারের কন্যা আর সেইসঙ্গে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অদিতি রাও হায়দরি। সাম্প্রতিক মাসগুলিতে বিয়ের পর্বে তিনি বেশ কয়েকবার শিরোনামে এসেছেন। তবে এবার খবরের কারণ তার ভোজনরসিক মনোভাব। কলকাতার খাবারের প্রতি তার গভীর টান দেখে বাঙালি ভক্তরা বেশ মুগ্ধ! অদিতি নিজের ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন কলকাতার বিখ্যাত ক্লাব কচুরি আর ঝাল কুমড়ো-আলুর তরকারির প্রতি তার ভালবাসা। এছাড়া কলকাতার আরেক প্রিয় খাবার টক ফুচকা চেখে দেখতেও ভোলেননি তিনি।
দেব ও শুভশ্রী কি আবার রুপোলি পর্দায় একসঙ্গে কাজ করবেন?কী বললেন দেব
কি কি খাবার রেখে ছিলেন মেনুতে অভিনেত্রী?
শুটিংয়ে চোট পেয়ে বিপাকে বিজয় দেবেরাকোন্ডা, তবুও কাজ চালিয়ে যাচ্ছেন!
অনেক বলিউড তারকাই কলকাতার খাবার বলতে শুধুমাত্র রসগোল্লা বা মিষ্টি দইয়ের কথাই জানেন। কিন্তু অদিতি এই প্রচলিত ধারণার বাইরে গিয়ে খুঁজে নিয়েছেন কলকাতার আসল স্ট্রিট ফুডের স্বাদ। শালপাতায় মোড়া ধোঁয়ায় ভরা ক্লাব কচুরি, যা মূলত হিং-এর সুবাসে ভরা এবং মসলা দেওয়া কুমড়ো-আলুর তরকারি দিয়ে পরিবেশিত হয়—এ খাবার আজও কলকাত্তাইয়া প্রাতর্ভ্রমণকারীদের অত্যন্ত প্রিয়। এই পদগুলি মুম্বাইয়ের একটি বিখ্যাত কলকাতার খাবারের রেস্তরাঁ থেকে অদিতির বাড়িতে এসেছে, যা দেখে বেশিরভাগ বাঙালি ভক্তরাও নস্টালজিক হয়ে পড়েছেন।
মা হলেন শ্রীময়ী চট্টরাজ! কন্যা সন্তানের জন্ম দিয়ে আবেগঘন বার্তা কাঞ্চনের জন্য
এই পদগুলি চেখে দেখার ছবি ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে অদিতি ক্যাপশনে লিখেছেন, ‘কলকাতার খাতিরদারি ভায়া কলকাতা!’ এতে বোঝা যায়, কলকাতার খাবারের প্রতি তার ভালোবাসা। তবে ভক্তদের প্রশ্ন, হঠাৎ এই ভোজনে মনোযোগ কেন? দিন কয়েক আগেই তিনি ইঙ্গিত দিয়েছেন যে তার বিয়ের উদ্যাপনের কিছু বাকি রয়েছে। বছর শেষের আগেই ভক্তদের সেই আয়োজন দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন। অনেকেই তাই আশা করছেন, তবে কি অদিতির বিয়ের উদ্যাপনে মেনুতে থাকবে এই কলকাতার বিখ্যাত সব খাবার?