ব্যুরো নিউজ,৩ ডিসেম্বর:বচ্চন পরিবারে বহুদিন ধরে চলছে বিচ্ছেদের গুঞ্জন যা প্রায় এক বছর ধরেই সংবাদের শিরোনামে রয়েছে।অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের ১৭ বছরের দাম্পত্য জীবন নিয়ে এখন নানা গুঞ্জন ঘিরে রেখেছে বলিপাড়াকে।সম্প্রতি তাদের বিচ্ছেদ নিয়ে আলোচনা তুঙ্গে উঠেছে। অভিষেকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও উঠেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।গত এক বছর ধরেই এই দম্পতির সম্পর্কের টানাপোড়েনের ব্যাপারে নানা খবর রটছে। বিশেষত, অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাইয়ের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের কারণে অন্দর মহলে ঝগড়া-বিবাদও নাকি বেড়েছে।
বাংলাদেশের সাথে বাণিজ্য বন্ধের ঘোষণা অসমের ব্যবসায়ীদের, প্রতিবাদে ৫০০ ব্যবসায়ী
বাস্তবটা আসলে কি?
ঐশ্বর্য তার মেয়েকে নিয়ে আলাদা থাকছেন এবং বেশ কিছু দিন ধরে তাকে বচ্চন পরিবারের জলসা বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে দেখা যাচ্ছে না। এমনকি, কিছুদিন আগে, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনসহ অভিষেক এবং শ্বেতা বচ্চন একটি অনুষ্ঠানে উপস্থিত হলেও ঐশ্বর্য ও আরাধ্যাকে সেখানে দেখা যায়নি।সম্প্রতি অভিষেক বচ্চনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। যেখানে তিনি বিবাহিত পুরুষদের জন্য এক বিশেষ পরামর্শ দেন। ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস ২০২৪-এ উপস্থিত ছিলেন অভিষেক বচ্চন। সেখানে সঞ্চালক তার কাছ থেকে জানতে চান কীভাবে তিনি এত ভালো পারফরম্যান্স দিতে পারেন।
‘প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি দেখার সুযোগ পেয়েছি’ বললেন আবেগে আপ্লুত বিক্রান্ত ম্যাসি
তার উত্তরে অভিষেক বলেন এটা খুব সহজ, আমাদের কোনো সম্পর্ক নেই। পরিচালক যা বলেন, আমরা তা করি এবং চুপচাপ কাজ করে বাড়ি ফিরি। এরপর সঞ্চালক যখন তাকে মজার ছলে জিজ্ঞেস করেন সুখি দাম্পত্তের মূল কথা কি? অভিষেক বলেন ‘সব বিবাহিত পুরুষকেই এটা করতে হয়, তোমার বউ যা বলে তাই করো।’ এটাই মূল মন্ত্র।অভিষেকের এই মন্তব্যে অনেকেই আশার আলো দেখছেন, কারণ বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেও তিনি দাম্পত্য জীবনের কথা তুলে ধরেন।তবে, বাস্তব কি সত্যিই এরকম? ঐশ্বর্য ও অভিষেকের দাম্পত্য জীবনের ভবিষ্যৎ কী হতে চলেছে, তা সময়ই বলে দেবে।