ব্যুরো নিউজ, ১৪ ডিসেম্বর:অবশেষে ৯০ দিন পর জেল থেকে মুক্তি পেলেন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। শুক্রবার বিকেলে আদালতের রায় অনুযায়ী জামিন পান তিনি। যদিও জেল থেকে বের হওয়ার সময় তার বিধ্বস্ত চেহারা এবং চোখের কোণায় জল দেখা গিয়েছে। সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা না বলেই আইনজীবীর গাড়িতে উঠে পড়েন অভিজিৎ।
রোহিঙ্গা সংকটে নতুন মোড়ঃ আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের পথে কি বাংলাদেশ?
প্রতিবাদ চলবে?
অন্যদিকে, একই মামলায় জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ। তবে তার বিরুদ্ধে অন্য মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাননি। সন্ধ্যায় আদালতের নীচে অভিজিৎ মণ্ডলকে দেখা যায় তার স্ত্রী ও সহকর্মীদের সঙ্গে। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি সোজা বাড়ির পথে রওনা হন এবং এরপর বাইরে বের হননি বলে জানা গিয়েছে।গ্রেফতারির পর থেকে অভিজিৎ মণ্ডলকে নিয়ে পুলিশের অন্দরে নানা চর্চা চলছিল। পদস্থ পুলিশ কর্তারা তার পরিবারকে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। সেপ্টেম্বর মাসে আদালতে অভিজিৎ বলেছিলেন, ‘আমি পাবলিক সার্ভেন্ট, পালানোর জায়গা নেই। যে কোনও শর্তে অন্তর্বর্তী জামিন চাইছি।’ তার আইনজীবী দাবি করেছিলেন সিবিআইয়ের ডাকে তিনি সবসময় সাড়া দিয়েছেন এবং কোনও নিয়ম লঙ্ঘন করেননি।
পুষ্পা ২ প্রিমিয়ার কাণ্ড: গ্রেফতারি, বিতর্ক এবং জামিনে অল্লু অর্জুন
অন্যদিকে, সন্দীপ ঘোষের জামিন মেলার খবর ছড়িয়ে পড়তেই জুনিয়র ডাক্তারদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ে। আরজি কর আন্দোলনের নেতা আসফাকুল্লা নাইয়া বলেন, ‘জামিনের শর্ত অনুযায়ী তদন্তে সহযোগিতা করতে হবে। আমরা আশা করছি, যেখানে প্রয়োজন সেখানে আমাদের প্রতিবাদ চালিয়ে যাব।’ এখন দেখার বিষয়, সন্দীপ ঘোষের মুক্তি এবং এই মামলা নিয়ে আন্দোলনের পরবর্তী দিক কোন পথে এগোয়।