পুস্পিতা বড়াল, ২৮ মার্চ: দিলীপ ঘোষের পর এবার পালা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এবার তৃণমূল কমিশনে যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। রাজ্যের শাসকদলের তরফে অভিযোগ, হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করেছেন। তৃণমূলের তরফে দাবি,’বিজেপির সংস্কৃতি এটাই।’ তাদের প্রার্থী দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করেছেন। ফলে তৃণমূল অভিজিতের প্রার্থীপদ খারিজ করার দাবি নিয়ে যাচ্ছে কমিশনে।
এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনের কাছে যাচ্ছে তৃণমূল!
তৃণমূল একটি দীর্ঘ টুইট করে বৃহস্পতিবার। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি সাক্ষাৎকারের একটি অংশ তারা টুইট করেন। তাতেই তমলুকের বিজেপি প্রার্থীকে বলতে শোনা যায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হচ্ছে মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে।” তৃণমূলের তাঁর এহেন মন্তব্যেই তীব্র আপত্তি। তাঁরা সমালোচনায় সরব হয়েছে।
তৃণমূল দাবি করেছে, “মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা গণতন্ত্রের লজ্জা।” এর পরই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তারা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন, “প্রধানমন্ত্রী ভেবে দেখুন, কোন কোন দুর্নীতিগ্রস্ত লোকজনকে নিজের পরিবারের সদস্য করছেন!”