ব্যুরো নিউজ, ৫ ফেব্রুয়ারি: চিলিতে ভয়াবহ দাবানল। জ্বলছে দক্ষিণ আমেরিকার ছোট্ট দেশ চিলি। ৩ দিন ধরে পুড়ছে জঙ্গল থেকে লোকালয়ের বিস্তীর্ণ এলাকা।
নির্বাচনের আগে দফায় দফায় বাড়ছে জঙ্গি হামলা-বিস্ফোরণ
দাবানলের আগুন লাগার পর কয়েকদিন কেটে গেলেও এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি বিধ্বংসী আগুন। উল্টে আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে কয়েক হাজার হেক্টর জমি। ক্ষতিগ্রস্থ প্রায় ৪৩ হাজার হেক্টর জমি। তাপমাত্রার পারদ পৌঁছেছে ৪০ ডিগ্রিতে। আগুনে ধলসে গিয়েছে বহু প্রান।
চিলির মধ্যাঞ্চলে অন্তত ৯২টি জায়গা জ্বলছে। এলাকাটিতে আনুমানিক ১০ লক্ষ লোকের বসবাস। বর্তমানে মৃতের সংখ্যা ১০০ ছুই ছুই। আগুনে পুড়ে গিয়েছে বহু ঘরবাড়ি, গোটা এলাকা যেনও শ্মশানে পরিণত হয়েছে। ঘটনায় চিলির প্রেসিডেন্ট জানিয়েছেন, অন্তত ১১০০ বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জানা গিয়েছে, শুক্রবার দুপুরে প্রথমে পাহাড়ের দিকে দেখা যায় আগুন। এরপর ১৫ মিনিটের মধ্য়ে আগুন এগিয়ে আসতে থাকে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তে ঝলসে গিয়েছে বহু মানুষ-সহ এলাকা। গোটা এলাকা যেনও একেবারে গিলে খেয়েছে বিধ্বংসী আগুন।
এদিকে আগুনের তাপে বাড়ছে উষ্ণতা। তাপমাত্রার পারদ পৌঁছেছে ৪০ ডিগ্রিতে। একই সঙ্গে বইছে হাওয়া, যার জেরে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। রাস্তার ধারে একের পর এক পোড়া বাড়ি সার-কঙ্কাল দেহ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যেনও জীবনের চিহ্ন টুকু একেবারে জ্বালিয়ে-পুড়িয়ে খাক করে দিয়েছে।
এই পরিস্থিতিতে চিলির রাষ্ট্রপতি সাধারণ বাসিন্দাদের সহযোগিতা করার জন্য় অনুরোধ করেছেন। এলাকা খালি করার কথাও জানিয়েছেন। তীব্র হাওয়ার জেরে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন, তাই এলাকা খালি করার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে বেশ কিছু জায়গার বাসিন্দাদের।