a bengal cricketer death by sleep in his house

ব্যুরো নিউজ ১ অক্টোবর :বঙ্গ ক্রিকেটের জন্য দুঃসংবাদ এসেছে। আচমকা এক দুর্ঘটনায় মৃত্যু হল রাজ্যের তরুণ প্রতিভাবান ক্রিকেটার শেখ আসিফ হুসেনের। মাত্র ২৮ বছর বয়সে এই প্রতিভার জীবন থমকে গেল। সোমবার, নিজের বাড়িতে পা পিছলে পড়ে গিয়ে গুরুতর আহত হন আসিফ। মাথায় আঘাত লাগার পর তাকে দ্রুত বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তাঁর জীবন বাঁচানো সম্ভব হয়নি।

জম্মু ও কাশ্মীরের তৃতীয় দফার বিধানসভা ভোট শুরু

২৮ এই সব শেষ

শেখ আসিফ হুসেনের মৃত্যুতে বঙ্গ ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে। তিনি বেঙ্গলের প্রো ২০ লিগে ঝোঁক জাগানো ইনিংস খেলে সকলের নজর কেড়েছিলেন। বিশেষ করে এক ম্যাচে ৯৯ রান করার পর তাঁর খেলা প্রশংসিত হয়েছিল। এই অসাধারণ ইনিংসের পর আসিফ একাধিক রাজ্যের হয়ে খেলেছিলেন। তিন-চার বছর আগে তিনি আবার বাংলায় ফিরে আসেন এবং ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অংশগ্রহণ করতে শুরু করেন।এদিন আচমকাই তাঁর প্রতিভার দৌড় থমকে গেল। পরিবারের সদস্যদের কাছে থাকা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার ফলে তার পরিবার এবং বন্ধু-বান্ধবী এবং সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জম্মু ও কাশ্মীরের তৃতীয় দফার বিধানসভা ভোট শুরু

এমন একটি প্রতিভাবান ক্রিকেটারের মৃত্যু সত্যিই বেদনাদায়ক। আসিফের অকাল মৃত্যু বাংলা ক্রিকেটের জন্য একটি বিরাট ক্ষতি। তাঁর খেলা এবং সাফল্যের কথা মনে রাখবে সকলেই। তাঁর চলে যাওয়ার পর বাংলা ক্রিকেটে যে শূন্যতা তৈরি হল, তা সহজে পূরণ হওয়ার নয়।ক্রিকেটের প্রেমীরা এবং সংগঠনগুলি এবার একযোগে আসিফের স্মৃতিকে সম্মান জানাবে এবং তাঁর অবদানের জন্য তাঁকে শ্রদ্ধা জানাবে। শেখ আসিফ হুসেনের অকাল মৃত্যু সকলের জন্যই এক গভীর দুঃখের বিষয়।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর