suvendu and abhishek

ব্যুরো নিউজ ০৯ জুলাই ২০২৫ : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার অভিযোগ করে আসছেন যে, কলেজে কলেজে ‘মনোজিতরা’ রয়েছে, যারা আসলে ‘ভাইপো গ্যাং’-এর সদস্য। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি সেই ‘ভাইপো গ্যাং’-এর ৫০ জন সদস্যের পরিচয় প্রকাশ্যে আনলেন। একটি গ্যালারি প্রকাশ করে বিরোধী দলনেতা বলেন, “এই সেই ৫০ জন যারা টপ লিডার ভাইপো গ্যাঙের।”

কসবাকাণ্ডে আক্রমণ ও ‘ভাইপো গ্যাং’ অভিযোগ

বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা ভোট, আর তার মধ্যেই একাধিক ইস্যুতে তৃণমূল নেতাদের নাম জড়িয়ে শাসকদল উদ্বেগের মুখে। এমন এক পরিস্থিতিতে কসবাকাণ্ডে তীব্র আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী ‘ভাইপো গ্যাং’-এর ছবি প্রকাশ্যে আনলেন। এদিন তিনি কসবাকাণ্ডে আক্রমণ শানিয়েছেন এবং একই সাথে মমতা সরকারকে আক্রমণ করে বলেছেন, রাজ্যে মুসলিম লিগের সরকার চলছে।

শুভেন্দু আগেই নাম না করেই বলেছিলেন, “আমি ভাইপো গ্যাং-কে সমর্থন করতে পারিনি বলে বিজেপিতে যেতে হয়েছে।” তিনি আরও বলেন, “কলেজে কলেজে মনোজিতরা আছে, এরা ভাইপো গ্যাং। এদের হাতে কেউ সুরক্ষিত নন, এরা চিটিংবাজ। অশোক দেবকে বিধায়ক থাকতে হলে ভাইপো গ্যাং-কে সমর্থন করতে হবে। আমি ভাইপো গ্যাংয়ে নাম লেখাতে পারিনি, তাই আমাকে ২০২০ সালে বিজেপিতে যেতে হয়েছে। বিজেপি আমাকে নিয়েছে বলে গিয়েছি। সব পদ ছেড়ে গিয়েছি।” সেদিনই তিনি ঘোষণা করেছিলেন, “আমি আগামী মঙ্গলবার দিন, আপনাদের একটা গ্যালারি দেব, ৫০ জনের যারা টপ লিডার ভাইপো গ্যাঙের। আমি চাইলে এটা ১ হাজার জনেরও দিতে পারি। কিন্তু আমি অতজন বিখ্যাত করতে চাই না। ৫০ জনের একটা গ্যালারি দেব।” সেইমতো এদিন ছবি প্রকাশ্যে আনলেন শুভেন্দু অধিকারী।

Suvendu vs Mamata : পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের দাবিতে রাজনৈতিক বিতর্ক !

‘ভাইপো গ্যাং’-এর কার্যকলাপ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি

শুভেন্দু অধিকারীর অভিযোগ, “এই সব ছাত্ররা ভাইপোর হয়ে টাকা তোলার কাজ করে। মনোজিত মিশ্রের মতো বহু ছাত্রী নির্যাতনকারী আজ কলেজ চত্বরে ক্ষমতার রক্ষাকবচ পরে ঘুরে বেড়াচ্ছে।” তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে ৫০ জনের নাম প্রকাশ করলাম। ইচ্ছে করলে আরও ১,০০০ জনের তালিকা দিতে পারি। সেই প্রস্তুতিও চলছে।” তার মতে, “প্রত্যেক কলেজে একটা করে মনোজিত রয়েছে। ছাত্রছাত্রীদের সুরক্ষা আজ তলানিতে ঠেকেছে। প্রশাসন সব জেনেও নিশ্চুপ, কারণ এরা সকলেই ‘ভাইপোর’ লোক।” রাজ্যের আইনশৃঙ্খলাকে কটাক্ষ করে শুভেন্দু এও বলেন, “কলেজের ইউনিয়ন রুমগুলির এহেন কার্যকলাপ এবং পুলিশি নিষ্ক্রিয়তার জন্যই তো ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়ার কথা বলতে হয় আদালতকে।”

Paresh Pal : নির্বাচন পরবর্তী হিংসায় সিবিআইয়ের চার্জশিটে নাম তৃণমূল বিধায়ক পরেশএবং দুই কাউন্সিলর ।

হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক ও ‘নবান্ন চলো’ কর্মসূচি

অন্যদিকে, এদিন ফের হিন্দুদের একত্র হওয়ার ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পশ্চিমবঙ্গের হিন্দুদের হার ৬৭ শতাংশে নেমে গেছে। সেইসঙ্গে “সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে,” বার্তা দেন শুভেন্দু অধিকারী।এরই সাথে, আগামী ৯ই আগস্ট ‘নবান্ন চলো’ কর্মসূচির ডাক দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও তিনি জানিয়েছেন, সে কর্মসূচি নাগরিক সমাজের নামে ‘অরাজনৈতিক’ হবে। গত বছরও ‘ছাত্র সমাজ’–এর ব্যানারে আরজি করের ঘটনার প্রেক্ষিতে বিজেপির তরফে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর