ব্যুরো নিউজ ১৪ মে: আজকের দিনটি শুরু হতে চলেছে নানা পরিবর্তন ও চ্যালেঞ্জের ইঙ্গিতে। বিভিন্ন রাশির জাতকদের জন্য কিছু শুভ যোগ থাকলেও, অনেক ক্ষেত্রেই সাবধানতা অবলম্বনের প্রয়োজন রয়েছে। ব্যয় বৃদ্ধি, পারিবারিক অশান্তি, কর্মক্ষেত্রে সমস্যা এবং স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগ—এইসব কিছুতেই সতর্ক থাকতে হবে। আবার, কিছু রাশির জন্য রয়েছে ভালো যোগাযোগ, প্রেমের উন্নতি ও নতুন সুযোগের সম্ভাবনা। নিচে রইল প্রতিটি রাশির বিস্তারিত পূর্বাভাস।
রাশিফল বিশ্লেষণ
অপারেশন সিঁদুর সীমান্তে, অপারেশন অপসারণ বিচারবিভাগে!
মেষ রাশি
আজ বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে। পরিবারে কোনও কারণে বিবাদ হলে মনঃকষ্ট বাড়বে। তবে ব্যবসার ক্ষেত্রে কিছুটা স্বস্তি মিলবে। বিবাহ সংক্রান্ত যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্ক থাকুন, হঠাৎ করে বিপদের আশঙ্কা। আত্মীয়ের সঙ্গ আনন্দ দেবে। দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে। পিতার শরীর নিয়ে উদ্বেগ বাড়বে। কর্মস্থলে কারও সঙ্গে তর্কে জড়াতে পারেন।
বৃষ রাশি
অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ করতে পারেন। সন্তানের কারণে সম্মানহানি হতে পারে। চাকরি পরিবর্তনের শুভ যোগাযোগ আসতে পারে। ভ্রমণে বাধা ও পিতার সঙ্গে মতবিরোধ হতে পারে। খেলাধুলার দিকে ভালো সময়। খরচ বাড়বে, চুরির আশঙ্কা। প্রেমে নতুন যোগাযোগ, সম্পত্তি নিয়ে আইনি ঝামেলা হতে পারে।
মিথুন রাশি
ধর্মীয় বিষয়ে তর্কে জড়ানোর সম্ভাবনা। মা-বাবার সঙ্গে মনোমালিন্য হতে পারে। ব্যবসায় ভালো যোগাযোগের ইঙ্গিত রয়েছে। দুপুরের পরে পাওনা আদায় হতে পারে। সম্পত্তি নিয়ে চাপ বাড়বে। অংশীদারি ব্যবসায় উন্নতি হবে। চাকরিতে জটিলতা ও ভ্রমণের খরচ বাড়বে।
কর্কট রাশি
কর্মস্থলে সহকর্মীদের বিরোধিতা চিন্তার কারণ হবে। বুদ্ধির ভুল চাপ বাড়াবে। ব্যবসায় তর্ক-বিবাদ হতে পারে। ঘরে বন্ধুদের আগমন, শরীর নিয়ে অস্বস্তি। বুদ্ধি দিয়ে শত্রুকে জয় করতে পারবেন। ভাই-বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। প্রেমে উন্নতি হলেও দুপুরের পর ক্ষতি হতে পারে।
সিংহ রাশি
ব্যবসায় মুনাফা, ঋণমুক্তির সম্ভাবনা। তবে কাজের ভুল ও শত্রু সমস্যার কারণ হতে পারে। উচ্চপদস্থ কারও সাহায্যে উন্নতি। অম্বলের সমস্যা বাড়বে। পিতার জন্য ভালো ব্যবস্থা হতে পারে। স্ত্রীর খারাপ ব্যবহারে মন খারাপ হতে পারে।
কন্যা রাশি
প্রেমে হতাশা বাড়বে, মানসিক চাপও বৃদ্ধি পাবে। প্রতিবেশীর অশান্তির দায় আপনাকে নিতে হতে পারে। ডায়াবিটিস বৃদ্ধি ও কর্মস্থলে উৎকণ্ঠা থাকতে পারে। লটারি থেকে আয় হতে পারে। প্রবাসীদের জন্য নতুন সুযোগ আসতে পারে।
তুলা রাশি
বন্ধুদের দ্বারা বিব্রত হওয়ার সম্ভাবনা। শরীর খারাপ ও দাম্পত্য বিবাদের আশঙ্কা। কর্মস্থলে চাপ ও তর্ক। সামাজিক সুনামের সম্ভাবনা থাকলেও খরচ বাড়বে। গৃহে শান্তি বজায় রাখুন।
বৃশ্চিক রাশি
ভ্রমণে শরীর খারাপ হতে পারে। প্রেমে হতাশা। স্ত্রীর সঙ্গে বিবাদ মর্মপীড়ার কারণ হবে। ব্যবসায় চাপ বাড়বে। পড়াশোনায় উদ্বেগ থাকলেও সাফল্য পাবেন। বাড়তি ব্যবসার জন্য সময় উপযোগী।
ধনু রাশি
প্রেমে আবেগ নিয়ন্ত্রণে রাখুন। সন্তানের জন্য আর্থিক ক্ষতি হতে পারে। কাজের প্রশংসা মিলবে। ব্যবসায় খরচ বাড়বে। বহু পথে আয় করতে গেলে বিপদের সম্ভাবনা। শরীরে পুরনো রোগ বাড়বে।
মকর রাশি
অতিরিক্ত খরচ হবে। ব্যবসায় শত্রু বাড়বে। আর্থিক সুযোগ এলেও কাজে লাগাতে পারবেন না। চর্মরোগের আশঙ্কা। প্রেমে আনন্দ, তবে চিকিৎসা খরচ বাড়বে। সংসারে অশান্তি হতে পারে।
কুম্ভ রাশি
সমালোচনা বাড়বে। খরচ বেশি হবে। প্রেমের বিষয়ে দুশ্চিন্তা। প্রতিবেশীর সঙ্গে বিবাদ না করাই ভাল। স্ত্রীর সঙ্গে শান্তি মিলবে। কর্মস্থলে চাপ বাড়বে। মায়ের শরীর নিয়ে চিন্তা।
মীন রাশি
রক্তাল্পতা ও স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে। ব্যবসায় কিছু আশানুরূপ না-ও হতে পারে। চাকরিতে উন্নতির সম্ভাবনা। আইনি কাজের সুযোগ আসবে। বন্ধুর জন্য রাগ বাড়তে পারে। পিতার চিকিৎসায় ব্যয় বাড়বে।
আজকের দিনটি মিশ্র ফলদায়ী। কারও জন্য প্রেম ও পেশায় উন্নতির ইঙ্গিত থাকলেও, অন্যদের জন্য রয়েছে খরচ, শারীরিক কষ্ট ও মানসিক চাপ। সচেতন থেকে ও আবেগ নিয়ন্ত্রণে রেখে চললেই অনেক সমস্যার সমাধান পাওয়া সম্ভব। আপনার রাশি অনুযায়ী পরিকল্পনা করুন দিনটি।