আইপিএলে ইডেনে নাইট রাইডার্সের ম্যাচের টিকিটের দাম বাড়ল

ব্যুরো নিউজ,৭ ফেব্রুয়ারি :কলকাতার ইডেন গার্ডেন্সে এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর ম্যাচ দেখতে গেলে গুণতে হবে বাড়তি টাকা। বুধবার সিএবি (ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল)-র অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানিয়ে ছিলেন, চলতি বছর টিকিটের ন্যূনতম মূল্য বাড়ানো হবে। সেই সিদ্ধান্তই চূড়ান্ত হয়েছে।

ফাইনালে ভারতের সামনে কঠিন চ্যালেঞ্জ: কেন ভয়ঙ্কর প্রতিপক্ষ নিউ জিল্যান্ড?

রামনবমীতে ইডেনে KKR বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচ অপরিবর্তিত

গত বছর যেখানে ইডেনে KKR-এর ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম ছিল ৭৫০ টাকা, এবার তা বেড়ে হয়েছে ৯০০ টাকা। শুধু সাধারণ টিকিটই নয়, কর্পোরেট বক্স, হসপিটালিটি বক্স, ক্লাব হাউসের আপার ও লোয়ার টিয়ারের টিকিটের দামও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) অনুমোদনও এসে গিয়েছে। ফলে শুক্রবার থেকেই অনলাইনে ও অফলাইনে টিকিট বিক্রি শুরু হতে পারে।

এবারের আইপিএলে কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচটি হতে চলেছে রামনবমীর দিন, যেখানে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টসের (LSG)। কিছুদিন ধরে গুঞ্জন চলছিল যে, রামনবমীর কারণে ম্যাচের দিন পরিবর্তন হতে পারে। তবে বৃহস্পতিবার ভারতীয় বোর্ড নিশ্চিত করেছে যে, নির্ধারিত দিনেই ইডেনে হবে এই হাইভোল্টেজ ম্যাচ।

ফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড! বদলার সুযোগ রোহিতদের

ইডেনে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ মানেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে থাকে। তবে এবার টিকিটের মূল্যবৃদ্ধি কতটা প্রভাব ফেলবে, সেটাই দেখার বিষয়। তা সত্ত্বেও শাহরুখ খানের KKR-কে সমর্থন জানাতে মাঠ ভরিয়ে দেবেন নাইট সমর্থকেরা, এমনটাই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর