ফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড! বদলার সুযোগ রোহিতদের

ব্যুরো নিউজ,৬ ফেব্রুয়ারি:চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এই ম্যাচ শুধু শিরোপার লড়াই নয়, বরং একসঙ্গে দুটি হারের বদলা নেওয়ার সুযোগ ভারতের সামনে। ২০২১ টেস্ট বিশ্বকাপ ফাইনাল ও ঘরের মাঠে ০-৩ টেস্ট সিরিজ হারের পর এবার সাদা বলে বদলা নিতে মুখিয়ে থাকবে রোহিত শর্মার দল।এর আগে গ্রুপ পর্বে পাকিস্তানকে হারিয়ে ২০১৭ সালের ফাইনালের প্রতিশোধ নিয়েছিল ভারত। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে গত ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের হতাশা ভুলেছে তারা। এবার ফাইনালে নিউজিল্যান্ডকে হারালে তিনটি হারের বদলা নেওয়া হয়ে যাবে!

সমালোচকদের মুখ বন্ধ করলেন রাহুল সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে ভারতের ত্রাতা

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে কিউইরা

বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড ৫০ রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠে এসেছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩৬২ রান তোলে কিউইরা, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর।এর আগে অস্ট্রেলিয়া ৩৫৬ রান করে রেকর্ড গড়েছিল, কিন্তু মাত্র কয়েক দিনের ব্যবধানে নিউজিল্যান্ড সেই রেকর্ড ভেঙে দেয়

কিউই ব্যাটারদের দাপট

টস জিতে ব্যাটিং নেওয়া নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন
✔️ রাচিন রবীন্দ্র: ১০১ বলে ১০৮ রান (১৩ চার, ১ ছক্কা)
✔️ কেন উইলিয়ামসন: ৯৪ বলে ১০২ রান (১০ চার, ২ ছক্কা)
✔️ ড্যারিল মিচেল: ৩৭ বলে ৪৯ রান
✔️ গ্লেন ফিলিপস: ২৭ বলে অপরাজিত ৪৯ রান

দ্বিতীয় উইকেটে ১৬৪ রানের পার্টনারশিপ গড়েন রাচিন ও উইলিয়ামসন, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ জুটি।

দক্ষিণ আফ্রিকার ব্যাটিং বিপর্যয়

৩৬৩ রানের পাহাড় তাড়া করতে নেমে প্রোটিয়ারা শুরুতেই চাপে পড়ে
✔️ বাভুমা: ৭১ বলে ৫৬ রান (খুব মন্থর ব্যাটিং)
✔️ ভ্যান ডার ডুসেন: ৬৬ বলে ৬৯ রান
✔️ ডেভিড মিলার: ৬৭ বলে অপরাজিত ১০০ রান (১০ চার, ৪ ছক্কা)

শেষ দিকে ডেভিড মিলারের লড়াকু সেঞ্চুরি সত্ত্বেও ৫০ ওভারে ৯ উইকেটে ৩১২ রানের বেশি তুলতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ফলে ৫০ রানে জয় পায় নিউজিল্যান্ড

নতুন ‘Mr. ICC’ রাচিন রবীন্দ্র! সচিনের পথে হাঁটছেন এই কিউয়ি তারকা

নিউজিল্যান্ডের বোলিং নায়করা

🏏 মিচেল স্যান্টনার: ১০ ওভারে ৪৩ রান, ৩ উইকেট
🏏 গ্লেন ফিলিপস: ২ উইকেট (২৭ রান)
🏏 ম্যাট হেনরি: ২ উইকেট (৪৩ রান)
🏏 রাচিন রবীন্দ্র: ১ উইকেট (২০ রান)

এখন দেখার, রোহিতের ভারত কি পারবে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিহাস বদলাতে? নাকি আবারও বড় ম্যাচে কিউইদের কাছে হোঁচট খাবে!

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর