আইপিএলে কবে শেষ হবে মহেন্দ্র সিং ধোনির অভিযান?

ব্যুরো নিউজ, ২৭ ফেব্রুয়ারি:আইপিএলের মঞ্চে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে বহু জল্পনা চলছে। ২০২৫ সালের পর তিনি আর খেলবেন কি না, তা নিয়ে বিশেষজ্ঞদের মাঝে মতামতেরও অভাব নেই। তবে, এবার এমএস ধোনি নিজেই ভক্তদের একটি বড় বার্তা দিলেন, যদিও মুখে কিছু না বলে তাঁর টি শার্টের লেখার মাধ্যমে তিনি সেই বার্তা দিয়েছেন। বুধবার, চেন্নাইতে এসে ধোনি একটি টি শার্ট পরেছিলেন, যেখানে লেখা ছিল “ওয়ান লাস্ট টাইম”। এই লেখাই যেন ইঙ্গিত দেয় যে, তার ক্যারিয়ারের শেষ পর্ব শুরু হয়ে গেছে। আইপিএলে হয়ত এটি তার শেষ আসর হতে পারে।

ডব্লিউপিএলে মুম্বই ইন্ডিয়ানসের জয়ঃ ব্রান্টের অলরাউন্ড পারফরম্যান্সে ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে শীর্ষে মুম্বই

অবসর ঘোষণা

ধোনির কেরিয়ার নিয়ে বরাবরই রহস্য ও জল্পনা থাকে। বিশেষ করে, ২০২০ সালে স্বাধীনতা দিবসে যখন ধোনি তার অবসর ঘোষণা করেন, তখন থেকেই এই রকম নানা অনুমান শুরু হয়। কিন্তু ধোনি কখনই কিছু সরাসরি জানাননি। এবার তাঁর টি শার্টের লেখার মাধ্যমে তিনি কী ইঙ্গিত দিলেন, তা নিয়ে ভক্তরা উত্তেজিত। “ওয়ান লাস্ট টাইম” বলেই কি তিনি তার শেষ আইপিএল খেলার দিকে ইঙ্গিত দিলেন? এই প্রশ্ন যেন ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে।

এবার আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নামবেন ধোনি, যদিও তার বয়স ৪৪ বছর। তবে এই বয়সেও নিজের ফিটনেস ধরে রেখেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও ধোনি নিজের ফিটনেসে কোনও রকম ছাড় দেননি। গত বছর আইপিএলে ১৪টি ম্যাচে খেলে ১৬১ রান করেছিলেন। যদিও চোটের কারণে ব্যাটিং অর্ডারে নিচে নামতে হয়েছিল তাঁকে, কিন্তু তবুও তাঁর ছোট ছোট ক্যামিওগুলো ভক্তদের মনে দাগ কেটেছিল।

মঙ্গল ও বুধের অবস্থান পরিবর্তনঃ এই ৩ রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন

এবার আইপিএল শুরু হতে চলেছে ২২ মার্চ, যখন চেন্নাই সুপার কিংস তাদের অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। পাশাপাশি, চেন্নাই সুপার কিংসের একটি প্রোমো গান প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা গেছে স্বয়ং এমএস ধোনিকে। তবে, ধোনির পরবর্তী পদক্ষেপ কী হবে, তা সময়ই বলবে। যদি এটি তার শেষ আইপিএল হয়, তাহলে তার ক্যারিয়ারের এই চমৎকার অধ্যায় শেষ হতে চলেছে।ধোনির অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর