এই দিনটিতেই আজ থেকে ৬ বছর আগে ঘটেছিল পুলওয়ামা হামলা

ব্যুরো নিউজ,১৪ ফেব্রুয়ারি :১৪ ফেব্রুয়ারি ভারতে এই দিনটি এক ভিন্ন তাৎপর্য বহন করে, কারণ আজ থেকে ৬ বছর আগে ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ঘটে গিয়েছিল এক নারকীয় ঘটনা। সেই দিনে শহীদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান, যা ভারতের জন্য একটি অম্ল-মধুর স্মৃতি হয়ে দাঁড়িয়েছে। গোটা দেশ শোকে মুহ্যমান হয়ে পড়ে এবং এই দিনটিকে অনেকেই কালো দিবস বা শহীদ দিবস হিসেবে পালন করে।

পুলওয়ামা হামলার ৬ বছরঃ ১৪ ফেব্রুয়ারি, একটি কলঙ্কিত দিন

সারা দেশকে স্তব্ধ করে দেয় ওই ঘটনা

২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি, জম্মু থেকে শ্রীনগরের দিকে চলছিল ৭৮টি বাসের একটি কনভয়, যার মধ্যে ছিলেন মোট ২৫০০ জন সিআরপিএফ জওয়ান। হঠাৎ করে এক আত্মঘাতী জঙ্গি আইইডি বিস্ফোরণ ঘটায়, যার ফলে ঘটনাস্থলেই ৪০ জন সিআরপিএফ জওয়ান শহীদ হন। এটি ছিল একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা, যা সারা দেশকে স্তব্ধ করে দেয়।

এই ঘটনার পর, প্রতি বছর ভারতীয় সেনাবাহিনী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ অনুষ্ঠান আয়োজন করে, আর সারা দেশব্যাপী মানুষ শহীদদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করে।২০১৯ সালের এই পুলওয়ামা হামলার ঘটনা এখনও দেশবাসীর হৃদয়ে গাঁথা। আজও পুলওয়ামার সেই স্থানটিতে গেলে, মনে হয় যেন সেই ভয়াবহ ঘটনার তীব্রতা এখনও অনুভব করা যায়। রক্তের দাগ, পুড়ে যাওয়া দেহের স্মৃতি, সেই চিৎকারের আওয়াজ এখনো শোনা যায়।

পুলওয়ামার শহীদদের স্মরণে অনীহা জম্মু-কাশ্মীর সরকারের

একজন কাশ্মিরী তরুণের আত্মঘাতী হামলা, ৪০ জন সাহসী সিআরপিএফ জওয়ানের প্রাণ কেড়ে নিয়েছিল। এই ঘটনার পর, ভারতীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সকলেই শোক প্রকাশ করেছেন এবং এই হামলার নিন্দা করেছেন।পুলওয়ামা হামলার পর, ২০২০ সাল থেকে এই দিনটি ভারতে শহীদ দিবস হিসেবে পালিত হয়। গোটা দেশ আজও এই দিনটির কথা মনে রেখে শহীদদের স্মরণ করে, আর তাদের ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে মনে করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর