দিল্লির বাঙালি ভোটারদের মন জিততে এবার বাংলার সাংসদদের প্রচার 

ব্যুরো নিউজ,৪ ফেব্রুয়ারি: দিল্লির ১৭ লক্ষ বাঙালি ভোটারের মন জেতার জন্য এবার সক্রিয় হয়েছে বাংলার সাংসদরা। দিল্লি বিধানসভা নির্বাচনে বাঙালি সমাজের ভোট টানতে বিজেপি বাংলার সাংসদদের মাঠে নামিয়েছে। গত ২৭ জানুয়ারি থেকে দিল্লির বাঙালি অধ্যুষিত এলাকায় প্রচার শুরু করেছেন বালুরঘাটের সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়া, এই প্রচারে উপস্থিত ছিলেন বাংলার আরও দুই সাংসদ, জয়ন্ত রায় এবং জ্যোতির্ময় সিং মাহাতো।

দিল্লি বিধানসভা নির্বাচনের আগে কেজরিওয়ালের ওপর নতুন সংকট, ৭ বিধায়কের পদত্যাগ

নির্বাচনী প্রচার

এর আগে দলের পক্ষ থেকে বাংলার সাংসদদের নির্দেশ দেওয়া হয়েছিল, বাঙালি অধ্যুষিত এলাকাগুলিতে তাঁদের প্রচারে যেতে হবে। সেই অনুযায়ী, ২৭ জানুয়ারি থেকে সুকান্ত মজুমদার এবং অন্য সাংসদরা দিল্লির বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেছেন।এদিন, দিল্লির স্বর্ণজয়ন্তী অ্যাপার্টমেন্টে প্রবাসী বাঙালিদের মকর সংক্রান্তি অনুষ্ঠানে যোগ দেন তিন সাংসদ।

সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়ালকে দুর্নীতির অভিযোগে একযোগভাবে বিঁধেছেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, “দিদি এবং ভাই– দুজনেই একই স্বভাবের। দুর্নীতিতেও দুজনেই একই জায়গায় রয়েছেন।”বিজেপি এই নির্বাচনে ‘বাংলা সেল’ গঠন করেছে, যার মাধ্যমে বাঙালি ভোটারদের কাছে পৌঁছানো হবে।

দিল্লী ভোটের আগে যমুনা নদী ইস্যুতে কেজরিওয়ালকে তীব্র আক্রমণ রাহুল গান্ধির

জয়ন্ত রায় জানিয়েছেন, বাংলার পুস্তিকা এবং ইস্তেহারও প্রকাশ করা হয়েছে, এবং বাংলা সেলের পক্ষ থেকে প্রচার কাজ চলছে।বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পরিকল্পনা অনুযায়ী, ৫ ফেব্রুয়ারি নির্ধারিত দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির বিরুদ্ধে বাংলার সাংসদদের প্রচার কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রচারের মাধ্যমে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য এবং ঐতিহাসিক ব্যক্তিত্বদের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন সাংসদরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর