ব্যুরো নিউজ ২১ ডিসেম্বর: আসন্ন নতুন বছর, Bajaj Auto এর দুর্দান্ত মাইলেজ বিশিষ্ট একটি মোটরসাইকেলের নতুন রূপে আত্মপ্রকাশ। খুব শীঘ্রই এই ঐতিহ্যবাহী বাইকের একটা নতুন ভার্সন বাজারে আসবে। কোম্পানির এই নতুন মোটরসাইকেল লুকস, ডিজাইনিং এবং ফিচারসমূহের দিক থেকে অসাধারণ হতে চলেছে।কম দামের মধ্যে আপনাকে ভালো মাইলেজ দিয়ে থাকে, এমন ভারতীয় মোটরসাইকেলের মধ্যে অবশ্যই রয়েছে Bajaj Platina।
চোখের নিচের কালো দাগ ও মুখের উজ্জ্বলতা কমে যাচ্ছে? তাহলে এই ৫টি খাবার নিয়মিত খান
কোম্পানির এই মোটরসাইকেল নতুন বছরে লঞ্চ করা হবে।বাজাজ প্ল্যাটিনার ডিজাইন বেশ স্পোর্টিং লুকসের যা ভারতের যুবসমাজের খুবই কাছের এবং খুবই পছন্দের হবে বলে আশা করছে বাজাজ অটো । মাইলেজের দিক থেকেও এই মোটরসাইকেল দুর্দান্ত। ৬০-৬৪ কিলোমিটার প্রতি লিটারের মধ্যে মাইলেজ পাওয়া যাবে। ১২৫ সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। Platina 125 মোটরসাইকেলের আরও অনেক বিশেষ বৈশিষ্ট্য যুক্ত হতে চলেছে।
ফুলশয্যার রাতকে কেন বলা হয় সুহাগ রাত জানেন? বেশীরভাগ মানুষই জানেন না। আসুন জানি
এর মধ্যে রয়েছে ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, ফোন বা যেকোনো গ্যাজেট চার্জ করার জন্য ইউএসবি চার্জিং পোর্ট, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাটঅফ এবং কল-এসএমএস সতর্কতার মতো বৈশিষ্ট্যগুলি।যেহেতু ইঞ্জিন আপডেট হয়েছে, সেই কারণে এই মোটরসাইকেলের এক্স শোরুম দাম ৭৫ হাজার টাকার উপরে যেতে পারে।