ব্যুরো নিউজ, ১৪ ডিসেম্বর:হায়দরাবাদে ‘পুষ্পা ২’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় অভিনেতা অল্লু অর্জুনকে শুক্রবার গ্রেফতার করা হয়। নিম্ন আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেও তেলঙ্গানা হাই কোর্টে আপিল করেন অভিনেতা। আদালতের বাইরে তাকে দেখার জন্য ভক্তদের ভিড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে ৫০ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি।
আজকের দিনে আপনার জন্মদিন হলে জেনে নিন নিজের সম্পর্কে কিছু কথা
তারপর কি হল?
অভিনেতার আইনজীবী নিরঞ্জন রেড্ডি দাবি করেন অল্লুকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেফতার দেখানো হয়েছে। অভিনেতার পক্ষ থেকে জানানো হয় তাকে শুধুমাত্র আটক করা হয়েছিল, গ্রেফতার করা হয়নি। ঘটনাটি রং চড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তারা। অল্লু পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন তার ব্যক্তিগত পরিসরে প্রবেশ করেছে তারা। তিনি বলেন ‘পুলিশ আমার অনুরোধকে সম্মান করেনি। আমি পোশাক পরিবর্তনের জন্য সময় চেয়েছিলাম, কিন্তু পুলিশ আমার বেডরুমে ঢুকে পড়েছে। এটি বাড়াবাড়ি।’
রজনীকান্তের জন্মদিনে কিং খানের বিশেষ শুভেচ্ছা
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওই ঘটনার পর অল্লু-সহ সাত জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। শুক্রবার আরও দু’জনকে গ্রেফতার করা হয়, তাদের মধ্যে রয়েছেন থিয়েটারের মালিক।সরকার পক্ষের আইনজীবী দাবি করেন অভিনেতা জানতেন এমন ভিড় জমে দুর্ঘটনা ঘটতে পারে। তবে বিচারক এই তত্ত্ব খারিজ করে বলেন, একজন অভিনেতা হিসেবে প্রিমিয়ারে উপস্থিত হওয়া স্বাভাবিক। শেষমেশ হাই কোর্ট থেকে স্বস্তি পান অল্লু ও বাকি অভিযুক্তরা।