ব্যুরো নিউজ,১১ ডিসেম্বর:অম্বানি পরিবারের অন্দরের সমীকরণ নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা। বিশেষ করে ছোট ছেলে অনন্ত অম্বানির বিয়ের পর থেকে পরিবারের ভেতরে সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন তুঙ্গে।বলিউডের একাধিক তারকার সঙ্গে একটি কনসার্টে উপস্থিত ছিলেন রাধিকা মার্চেন্ট কিন্তু আম্বানি পরিবারের অন্য কোনও সদস্যকে দেখা যায়নি তার সঙ্গে। নিরাপত্তারক্ষীদের নিয়ে একাই আসা রাধিকার ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নতুন করে আলোচনা।
ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক, সতর্ক বন দফতর
দূরত্বের পেছনে কি অন্য কোনও কারণ?
এর আগে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের দিনও রাধিকাকে অম্বানি পরিবারের সঙ্গে দেখা যায়নি। আর রাধিকার জন্মদিনের একটি ভাইরাল ভিডিও তো যেন আগুনে ঘি ঢেলে দেয়। ভিডিওতে দেখা যায়, ভাসুর আকাশ অম্বানিকে যত্ন করে কেক খাওয়ানোর চেষ্টা করেন রাধিকা কিন্তু আকাশ মুখ ফিরিয়ে নেন। এই ঘটনা থেকে শুরু হয় আলোচনা—তবে কি ভাইদের মধ্যেও সম্পর্কের ফাটল দেখা দিচ্ছে?
প্রিয়দর্শনের পরিচালনায় আসছে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’
সম্প্রতি আম্বানি পরিবারের প্রসাধনী ব্র্যান্ড ‘টিরা’র এক অনুষ্ঠানে আরও একবার অনুপস্থিত ছিলেন রাধিকা। সেখানে মা নীতা অম্বানি, বড় বউমা শ্লোকা মেহতা এবং মেয়ে ইশা অম্বানিকে একসঙ্গে দেখা গেলেও ছোট বউমার অনুপস্থিতি চোখে পড়ে। এমনকি পরিবারের সাম্প্রতিক কিছু বড় ইভেন্টেও রাধিকাকে দেখা যায়নি।এত কিছুর পর প্রশ্ন উঠছে রাধিকার সঙ্গে কি আম্বানি পরিবারের সম্পর্ক ক্রমেই দুর্বল হয়ে পড়ছে? নাকি এই দূরত্বের পেছনে রয়েছে অন্য কোনও কারণ?