ব্যুরো নিউজ, ৭ ডিসেম্বর : হলুদ ট্যাক্সি মানেই কলকাতার এক টুকরো নস্ট্যালজিয়া। সেই চেনা রঙ আর কাঁচের জানলার আড়াল থেকে কলকাতার রাস্তা দেখার অনুভূতিই আলাদা। কিন্তু দিন দিন কমে যাচ্ছে এই হলুদ ট্যাক্সির সংখ্যা। অনেকেই আশঙ্কা করছেন, হয়তো একদিন হারিয়েই যাবে এই ঐতিহ্যবাহী ট্যাক্সি। এর মাঝেই সম্প্রতি এক অপ্রীতিকর অভিজ্ঞতার শিকার হলেন গায়ক সৌমিত্র রায়।
জমজমাট কলকাতা আন্তর্জাতিক ফিল্ম উৎসব, তৃতীয় দিনের সেরা সিনেমা
ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অনেকে
![](https://newsevm.com/wp-content/uploads/2024/11/প্রজাপতি-1.png)
৩ ডিসেম্বর বড়বাজার এলাকায় ঘটে এই ঘটনা। সৌমিত্র একটি হলুদ ট্যাক্সিতে উঠেছিলেন। কিন্তু কিছুদূর যাওয়ার পরেই চালক তাকে নামতে বলেন। গায়কের অভিযোগ ট্যাক্সির চালক অবাঙালি ছিলেন এবং তাকে হুমকি দিয়ে বলেন, “যাব না, যা করার করে নিন।” নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ট্যাক্সির নম্বর প্লেটের ছবি দিয়ে এই ঘটনার কথা জানান সৌমিত্র।গায়কের কথায় ‘‘আমি পুলিশের সাহায্য নিয়েই ট্যাক্সিতে উঠেছিলাম। তবুও চালকের এমন ব্যবহার সত্যিই অবাক করার মতো। গাড়ি থেকে নামার পর সামনের পুলিশকে বিষয়টি জানাই। তখন চালক আরও ক্ষুব্ধ হয়ে প্রশ্ন করেন, কেন নেমে গিয়ে পুলিশকে জানালাম, আরও দূরে গিয়ে কেন জানালাম না!’’সৌমিত্র জানান এর আগেও তিনি বহুবার হলুদ ট্যাক্সিতে চড়েছেন। কিন্তু এমন পরিস্থিতির মুখোমুখি কখনও হননি। যদিও তিনি এই ঘটনায় চালকের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নিতে চান না।এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। কেউ কেউ বলছেন শহরের ট্যাক্সি পরিষেবার মান ক্রমশই খারাপ হচ্ছে। অনেকে আবার এই ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত।
টালা পলতার মেরামতের কারণে ১৪ ডিসেম্বর শহরে বন্ধ থাকবে জল সরবরাহ
কলকাতার হলুদ ট্যাক্সি একসময়ে শহরের সংস্কৃতির অংশ ছিল। সময়ের সঙ্গে সঙ্গে যদিও ওলা, উবেরের মতো অ্যাপ-ক্যাবের দাপটে কমে গিয়েছে এই ট্যাক্সির সংখ্যা। তবে এখনও বহু মানুষের কাছে হলুদ ট্যাক্সি মানেই পুরনো দিনের আবেগ আর নস্টালজিয়ার ছোঁয়া।